অনেকগুলো চ্যালেঞ্জ সামনে রেখেই বুধবার কাঁথির মিছিলে পা মেলালেন তৃণমূলের শীর্ষ নেতারা। কাঁথির মাটিতে অধিকারী পরিবারকে রীতিমতো ব্রাত্য রেখে এদিনের ফিরহাদ হাকিম, সৌগত রায়রা শুরু করেন মিছিল। বুধবার দুপুর ২টো ৫০ নাগাদ কাঁথি ক্যানাল রোড থেকে শুরু হয়ে ডরমেটরি মাঠের উদ্দেশে রওনা দেয় এই মিছিল।
মিছিল শুরু হতেই তা ক্রমশ আগ্রাসী হয়ে ওঠে। অভিযোগ, রাস্তায় থাকা বিজেপির পতাকা, শুভেন্দুর পোস্টার ছিঁড়ে দেন তৃণমূল কর্মীরা। এরপর মিছিল ক্রমশ শুভেন্দু অধিকারী বাড়ির সামনে এলে ‘মীরজাফর, বিশ্বাসঘাতক’ স্লোগান ওঠে। পদযাত্রায় অংশ নিয়ে সাংসদ সৌগত রায় বলেন, আজকের মিছিল দেখাচ্ছে পূর্ব মেদিনীপুর মমতার পাশেই আছে।
ফিরহাদ হাকিম বলেন, কারোর কোনও গড় নয়, এ বাংলা গোটা মমতার। অন্যদিকে এদিনের কর্মসূচির প্রধান আয়োজক বিধায়ক অখিল গিরি বলেন, মীরজাফর অধিকারী পরিবারকে ছুড়ে ফেলে দিতে হবে।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছাড়লেও তাঁর পরিবারের দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী তৃণমূলেই রয়েছেন। তবে এদিন দলেই তরফে কার্যত স্পষ্ট করে করে দেওয়া হয়েছে, গোটা অধিকারী পরিবারকে এড়িয়ে চলবে ঘাসফুল।
অন্যদিকে, এদিন তৃণমূলের শক্তি প্রদর্শনকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কায় শুভেন্দু অধিকারীর বাড়ি যাওয়ার রাস্তা দুই স্তরীয় নিরাপত্তা বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়। পাশাপাশি হেঁড়িয়া ও রামনগরে বিজেপি অবস্থান বিক্ষোভ করে।
Be the first to comment