বাংলাকে বঞ্চনার অভিযোগে মহিলা তৃণমূলের জোড়া মিছিল শহরে

Spread the love

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মহানগরীর উত্তর থেকে দক্ষিণে জোড়া মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব TMC নেতৃত্ব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এর প্রতিবাদে টানা ধর্না দেন কলকাতার রেড রোডে। এরপরে ধর্নায় বসেন তৃণমূল মহিলা কংগ্রেস নেতৃত্ব। আজ মঙ্গলবার বিকেলে শহরের দুই প্রান্ত থেকে মিছিল শুরু করে মহিলা তৃণমূল কংগ্রেস। নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ মালা রায়।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। থালা বাজিয়ে কেন্দ্র সরকারের ঘুম ভাঙানোর দাবি তোলেন তিনি। পাশাপাশি সকল গণতন্ত্রপ্রিয় রাজনীতি সচেতন মানুষকে একত্র হওয়ার আবেদন করেন তিনি। অপপ্রচারের দ্বারা শান্ত বাংলাকে অশান্ত করার কেন্দ্রীয় সরকারের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠল মহিলা তৃণমূল কংগ্রেস। দিনের পর দিন বাংলাকে তাঁর প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্র। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বরা কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন এবং দিকে দিকে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে। ১০০ দিনের কাজের পাওনা টাকা, আবাসের টাকা আটকে রাখা সহ একাধিক বিষয়ে বাংলাকে বঞ্চনার অভিযোগে বিকেল ৩টে ৪৫ নাগাদ গোলপার্ক থেকে বেরনো মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় আজ মহিলা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*