মঙ্গলবার দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের মিছিল ছিল। যে মিছিলের নেতৃত্বে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার, বৈশ্বানর চট্টোপাধ্যায়। মিছিলটি ছিল টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত। সেই মিছিল থেকেই এবার শুভেন্দুকে আক্রমণ করে আওয়াজ উঠল ‘বাঙ্গাল কি গাদ্দার কো, গোলি মারো শালে কো’। এই স্লোগানের নিন্দা করেছে সকল রাজনৈতিক দলই।
প্রসঙ্গত শাহিনবাদ আন্দোলনের আগে অনুরাগ ঠাকুরের এই ধরনেরই একটি স্লোগান শোনা গিয়েছিল। যার তীব্র নিন্দা জানিয়েছিল গোটা দেশ। স্লোগানটা ছিল ‘দেশ কি গাদ্দার কো, গোলি মারো শালে কো’। যদিও তার প্রেক্ষিত ছিল আলাদা। এবার ভোটের আগে তৃণমূলের মিছিল থেকে এমন স্লোগানকে নিন্দা জানিয়েছেন অনেকেই।
Be the first to comment