ত্রিপুরায় চালু হলো তৃণমূলের টুইটার হ্যান্ডেল, জামিন মঞ্জুর IPAC কর্মীদের

Spread the love

ত্রিপুরায় সংগঠনকে ঢেলে সাজাতে এবার কোমর বেঁধে নেমেছ তৃণমূল কংগ্রেস। এবার ত্রিপুরায় চালু করা হল তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল AITC Tripura। বৃহস্পতিবার ত্রিপুরা থেকে সাংবাদিক বৈঠক করে জানালেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এদিন ব্রাত্য বলেন, ‘এখানে বাম-কংগ্রেস-বিজেপি পরিক্ষিত। কিন্তু, তৃণমূল এখনও পরিক্ষিত নয়। ত্রিপুরায় এবার তাই তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল চালু করা হল। সমস্ত কর্মসূচি নিয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হবে টুইটারের এই হ্যান্ডেলে।’ পাশাপাশি এদিন তিনি জানান, শুক্রবারই ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, পুলিশের মামলার ভিত্তিতে আগাম জামিন নিলেন আইপ্যাক কর্মীরা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জামিন নিলেন ২৩ জন কর্মী। তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের টিমকে হোটেলবন্দি করার অভিযোগ ঘিরে উত্তপ্ত ত্রিপুরা। কোভিড বিধিভঙ্গের অভিযোগে ১ অগাস্ট পূর্ব আগরতলা থানায় হাজিরা দিতে বলা হয়েছে টিম পিকের সদস্যদের। পূর্ব আগরতলা থানার ওসির দাবি, কোভিড পরীক্ষা না করিয়েই বিভিন্ন রাজ্য থেকে এসে আইপ্যাকের সদস্যরা ঘুরে বেড়াচ্ছিলেন আগরতলায়। কোভিড পরীক্ষার পরে তাঁদের মহামারি আইনে তলব করা হয়েছে।

যদিও আইনমন্ত্রী মলয় ঘটকের দাবি, কোভিড নেগেটিভ রিপোর্ট আসার পরও অগণতান্ত্রিক পদ্ধতিতে আটকে রাখা হয়েছে আইপ্যাক কর্মীদের। এদিকে এদিন আগরতলার হোটেলে তৃণমূলের সাংগঠনিক বৈঠকের আগে হানা দেয় পুলিশ। তৃণমূলের অভিযোগ, কারা বৈঠক ডেকেছে, কতজন উপস্থিত থাকবেন তা জানতে চাওয়া হয়। দলের সাংগঠনিক বৈঠকের জন্য আগরতলার ওই হোটেলের ব্যাঙ্কোয়েট ভাড়া নেয় তৃণমূল। এদিন সকালেই আগরতলায় পৌঁছন তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদার। BJP সরকারের উপর চাপ বাড়াতে শুক্রবার পৌঁছচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*