বিজেপিতে যোগ দিয়ে পার পাওয়া যাবেনা; কড়া টুইট তৃণমূলের

Spread the love

দলবদল করে যারা বিজেপিতে গেছেন, এবার তাঁদের উদ্দেশ্যে টুইটে কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে আজ একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, কায়েমি স্বার্থ ও অসৎ উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়ে যাঁরা ভাবছেন তাঁদের অপরাধ ধুয়ে-মুছে যাবে, তাঁরা ভুল করছেন।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ভালো ফলের পর তৃণমূল ছাড়ার হিড়িক পড়েছে। রাজ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অব্যাহত। যা নিয়ে দলীয় সভায় ক্ষোভ প্রকাশ করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলত্যাগ ঠেকাতে কড়া বার্তাও দিয়েছেন তিনি। এবার টুইটে দলের তরফে দেওয়া হল কড়া বার্তা।

টুইটে লেখা হয়েছে, পঞ্চায়েত ও পৌরসভা থেকে যারা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা কায়েমি স্বার্থ ও অসৎ উদ্দেশ্যে দলত্যাগ করেছেন। তাঁরা আশা করছেন, এভাবেই তাঁরা বুঝি অপরাধ করে পার পেয়ে যাবেন। কিন্তু, তাঁরা ভুল করছেন। টুইটে আরও লেখা হয়, যদি কেউ খারাপ কিছু করেন, তার ফল অবশ্যই তাঁকে পেতে হবে, তা সেই ব্যক্তির পেছনে যতই বিজেপির সমর্থন থাকুক না কেন।



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*