তৃণমূলের টুইটার অ্যাকাউন্টে সাইবার হানা

Spread the love

সর্বভারতীয় তৃণমূলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে সাইবার হানা। সোমবার রাত থেকেই টুইটার অ্যাকাউন্টটি সাইবার অপরাধের কবলে পড়েছে। ওই অ্যাকাউন্টের ছবি এবং নাম বদলে দেওয়া হয়েছে। মাইক্রোব্লগিং সাইটটিতে তৃণমূলের অফিসিয়াল অ্যাকাউন্টটির নাম দেখাচ্ছে ‘Yuga Labs’।

সর্বভারতীয় তৃণমূলের টুইটার অ্যাকাউন্টে দলের নামের পাশে নীল চিহ্ন ছিল। হ্যাক হওয়ার পর দেখা যাচ্ছে, সেই নীল চিহ্নের পাশে তৃণমূলের নাম নেই। নামের জায়গায় লেখা রয়েছে,’Yuga Labs’। আগের ছবির পরিবর্তে সেখানে দেখা যাচ্ছে ইংরাজি ‘Y’ আইকনের একটি প্রতীকী ছবি।

তৃণমূলের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর সেখান থেকে নতুন করে কোনও টুইট করা হয়নি। শুধু অ্যাকাউন্টের নাম এবং ছবি বদলে দেওয়া হয়েছে। কে বা কারা এই সাইবার হানার নেপথ্যে রয়েছে তা এখনও স্পষ্ট নয়। 

এই সাইবার হানার পরে তৃণমূলের পক্ষ থেকে মঙ্গলবার সকালেই যোগাযোগ করা হয় টুইটার কর্তৃপক্ষের সঙ্গে। টুইটার ইন্ডিয়ার অফিসে অ্যাকাউন্টটি যত দ্রুত সম্ভব হ্যাকারদের কবল থেকে মুক্ত করানোর আবেদন জানানো হয়েছে। তৃণমূলকেও টুইটার কর্তৃপক্ষ দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*