ফের প্রকাশ্যে শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

Spread the love

ফের প্রকাশ্যে শ্যুট আউটের ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় । গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলেন যুব তৃণমূল কর্মী মুলিন রজক। তার পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে । বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছেন ভাটপাড়ার তৃণমূল নেতা সোমনাথ শ্যাম ।

জানা গিয়েছে, মুলীন রজক শনিবার দুপুরে তৃণমূল নেতা সোমনাথ বাবুর সঙ্গে দেখা করতে এসেছিলেন । এরপর যখন সে বাড়ি ফিরছিলেন বাইকে চেপে, তখন তার সামনে এসে দাঁড়ায় অপর একটি বাইক । সেই বাইক থেকে দুষ্কৃতীরা মুলীনকে লক্ষ্য করে পরপর ৩ রাউন্ড গুলি চালায় ।

দুটি গুলি লক্ষ্য ভ্রষ্ট হলেও একটি গুলি ওই যুব তৃণমূল নেতার পায়ে লাগে । এই ঘটনার পর চিৎকার চেঁচামেচিতে পালিয়ে যায় দুষ্কৃতীরা । মুলীন রজককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ । তাকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ।

পরে সেখান থেকে তাকে স্থানান্তরিত করে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে । এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা সোমনাথ শ্যাম বলেন, “বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভাড়াটে খুনিরা এই ঘটনায় জড়িত। মূলীন রজক ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা । ওই ওয়ার্ডে সাংসদ থাকেন । একসময় যারা বিজেপি করত তারা এখন একে একে এই মুলীনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে ফিরছে । সেই কারনেই ওকে খুনের চেষ্টা করা হয়েছে । বর্তমানে ও হাসপাতালে ভর্তি ।” এদিকে গুলিবিদ্ধ যুবক কে দুষ্কৃতী বলে দাবি করেছেন সাংসদ অর্জুন সিং।

তিনি বলেন, “যার গুলি লেগেছে, সে নিজেই বন্দুক নিয়ে ঘোরে । ওই দলে তো এখন ভালো মানুষ কেউ নেই । ওর নিজের বন্দুকের গুলিই লেগে থাকতে পারে । পুলিশ সঠিক তদন্ত করুক।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*