নদিয়ার গয়েশপুরে শুটআউট, খুন হলেন এক তৃণমূলকর্মী

Spread the love

নদিয়ার গয়েশপুরে শুটআউট। খুন হলেন এক তৃণমূলকর্মী। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। যদিও তৃণমূলের সেই অভিযোগে আমল দিতে নারাজ গেরুয়া শিবির। শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরেই খুন বলে দাবি বিজেপির।

বিধানসভা ভোট যত এগোচ্ছে রাজ্যের নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে। একের পর এক সভা-সমাবেশে সুর চড়াচ্ছেন রাজনৈতিক নেতারা। এই আবহেই সোমবার রাতে নদিয়ার গয়েশপুরে খুন হলেন তৃণমূলকর্মী বাপ্পা সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত বাপ্পা সরকার নামে ওই তৃণমূলকর্মীর একটি চায়ের দোকান আছে। গয়েশপুরের সুকান্তনগরের বাসিন্দা বাপ্পার সঙ্গে সোমবার রাতে তাঁর দোকানের সামনে জড়ো হওয়া কয়েকজনের বচসা বাধে।

হঠাৎই এক দুষ্কৃতী সামনে থেকে গুলি করে বাপ্পাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাপ্পা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দলের লিফলেট বিলি নিয়ে বাপ্পার সঙ্গে কয়েকজনের বচসা হয়। সেই বচসার সময়ই বাপ্পাকে গুলি করে খুন করা হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই বাপ্পাকে খুন করেছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*