রোজদিন ডেস্ক :-
অপরাধী সে যে রাজনৈতিক দলেরই হোক না কেনো চাই কঠোর থেকে কঠোরতম শাস্তি, মেয়োরোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সভায় এই কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরজি করে তরুণীর নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়ে প্রথম দিন থেকেই অভিষেক সরব হয়েছেন। ধর্ষণ বিরোধী কড়া আইন আনুক কেন্দ্র তা টুইট করে বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ ২৮ আগস্ট ধর্মতলার সভা মঞ্চ থেকে তিনি বলেন , ‘এই কড়া আইনের দাবিতে প্রয়োজনে হবে দিল্লী অভিযান।’
তিনি আরো বলেন,’ উন্নাও হাত্রাস কাঠূয়া যাদের রাজ্যে হয়েছে তাঁদের মুখে বড় বড় কথা মানায় না। ‘
এদিনের সভা থেকে ছাত্র সংসদ নির্বাচনে ৫৫ শতাংশ মহিলা প্রতিনিধি দেবে তৃণমূল কংগ্রেস , এই উল্লেখযোগ্য ঘোষণা টি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment