
রোজদিন ডেস্ক, কলকাতা:- দুর্ঘটনা রুখতে গাড়ির গতিতে লাগাম টানছে কলকাতা ট্রাফিক পুলিশ। কোন কোন রাস্তায় গাড়ির গতি কত থাকবে তার মাত্রাসীমা বেঁধে দিয়েছে লালবাজার। সোমবার কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তায় গাড়ির গতি সর্বোচ্চ কত থাকবে বিজ্ঞপ্তিতে তা উল্লেখও করা হয়েছে।
বেলভেডের রোড থেকে এজেসি বোস রোড ও এজেসি বোস রোড থেকে খিদিরপুরগামী সব যানের গতি ঘণ্টায় ৪০ কিমি থাকবে। বালিগঞ্জ সার্কুলার রোডের দুই চাকার যান ও হালকা যানের ক্ষেত্রে গতি ঘণ্টায় ৪০ কিমি পর্যন্ত থাকবে। বাকি গাড়িগুলি গতি ঘণ্টায় ৩০ কিমি পর্যন্ত থাকবে। দুর্গাপুর ব্রিজের দুই চাকা ও হালকা যানবহনের গতি ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত। বাকি যানবহনেরগতি থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিমি। হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও কালীঘাট রোডে সব যানবহনের সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ২৫ কিমি। জাজেস কোর্ট রোডে গতি থাকবে ঘণ্টায় ৪০ কিমি। বনমালী নস্কর রোড ও উপেন ব্যানার্জি রোডে দুই চাকার যান ও হালকা যানবহনের গতি সর্বোচ্চ ঘণ্টায় ৩০ কিমি। বাকি যানগুলির গতি থাকবে ঘণ্টায় ২০ কিমি পর্যন্ত। বকুল বিহারি চ্যাটার্জি রোডের সব গাড়ির থাকবে গতি হবে ঘণ্টায় ৩০ কিমি। প্রিন্স গোলাম শাহ রোডে গাড়ি গতি থাকবে ঘণ্টায় ৪০ কিমি। রাসবিহারী কানেক্টরের গতি ঘণ্টায় ৪০ কিমি। আর আর অ্যাভিনিউতে দুই চাকার যানের গতি ঘণ্টায় ৫০ কিমি করা হয়েছে। হালকা যানবহনের ক্ষেত্রে ঘণ্টায় ৪০ কিমি পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। বাকি যানবাহনের ক্ষেত্রে গতি ঘণ্টায় ৩৫ কিমি করা হয়েছে। রাজডাঙা মেইন রোডে ঘণ্টায় ৩০ কিমি, উত্তম কুমার সরণিতে দুই চাকা ও হালকা যানের ক্ষেত্রে ঘণ্টায় ৪০ কিমি। বাকিদের ক্ষেত্রে ঘণ্টায় ৩৫ কিমি পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
ভাঙড় কলকাতা পুলিশের অধীনে আসার পর সেখানে যান নিয়ন্ত্রণ করা একটা বড় চ্যালেঞ্জ ট্রাফিক বিভাগের কাছে। ভাঙড়েও একাধিক রাস্তায় যানের গতি বেঁধে দেওয়া হয়েছে। বাসন্তি হাইওয়েতে সব গাড়ির গতি ঘন্টায় ৪০ কিমি বেঁধে দেওয়া হয়েছে। কালীতলা জীবনতলা রোডে যানবহনের গতি ঘণ্টায় ৩০ কিমি পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। পোলেরহাট-শ্যামনগর রোডের ক্ষেত্রে ঘণ্টায় ৩০ কিমি। সোনারপুর ঘটকপুকুর রোডে ঘণ্টায় ৩৫ কিমি ছাড় দেওয়া হয়েছে। ঘটকপুকুর লাউহাটি রোডে ঘণ্টায় ৩৫ কিমি। বালিগাদা চন্দনেশ্বর রোডে ঘণ্টায় ৩০ কিমি করা হয়েছে।
Be the first to comment