রিপোর্টার, সুভাষ মজুমদার
হুগলি গ্রামীণ পুলিশের সহযোগিতায় এবং তারকেশ্বর থানার উদ্দ্যোগে এক সচেতনতা মুলক পদযাত্রা অনুষ্ঠিত হলো।
নেশা দ্রব্য বর্জন করে সুস্থ জীবনে ফিরে আসার জন্য এলাকার মানুষকে আহ্বান জানিয়ে এলাকার ছাত্র ছাত্রী ও সিভিক ভলান্টিয়ার দের নিয়ে পদযাত্রা করলো তারকেশ্বর থানা। পুরো তারকেশ্বর শহর জুড়ে সাধারণ মানুষ কে সচেতনতার উদ্দ্যেশেই এই পদযাত্রা।
এই পদযাত্রা থেকে সাধারণ মানুষ কে বোঝানো হয় নেশা করার ফলে কি কি ক্ষতি হয়।
নেশা বর্জন করে সুস্থ জীবন যাপনে ফিরে স্বাভাবিক জীবন যাপন করার জন্য আবেদন করে পদযাত্রা তে অংশগ্রহণ করা শিশুরা।
পদযাত্রায় পা মেলান হুগলী গ্রামীন পুলিশের ডি এস পি হেডকোয়ার্টার অরিন্দম দাস, ওসি অমিত কুমার মিত্র।
অন্যদিকে তারকেশ্বর প্লাটফর্মেও মাদক সচেতনাতা মূলক শিবির করা হয় জি আর পির উদ্দ্যোগে।
স্টেশনে আগত যাত্রী মাদক সেবননের ক্ষতির সন্মন্দে সচেতন করেন জি আর পি ওসি কৃত্তিবাস বিস্বাস।
Be the first to comment