আজকের দিন

Spread the love

নানা পাটেকর

জন্মঃ ১ জানুয়ারী ১৯৫১
তিনি বলিউডের একজন খ্যাতনামা চলচ্চিত্রাভিনেতা। হিন্দি এবং মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেছেন ও একাধিকবার জাতীয় পুরষ্কারে বিজয়ী হয়েছেন। পারিন্দা (১৯৮৯) সিনেমায় শ্রেষ্ঠ অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরষ্কার ও ফিল্মফেয়ার পুরষ্কার পান।

তিনি গমন, সিংহাসন, ভালু, রঘু ময়না, সাবিত্রী, আজ কি আওয়াজ, অঙ্কুশ, মাফিচা সাক্ষীদার, প্রতিঘাত, দিশা, ক্রান্তি, অঙ্গার, তিরঙ্গা, কোহরাম, অপহরণ, পাঠশালা, রাজনীতি ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন।

২০১৩ সালে চলচ্চিত্র ও শিল্পে অবদানের কারনে তিনি পদ্মশ্রী পুরষ্কারে সম্মানিত হন। অপহরন ছবিতে খলনায়কের চরিত্রে শ্রেষ্ঠ পুরষ্কার পান তিনি। তার পরিচালিত চলচ্চিত্র প্রহার, দ্যা ফাইনাল এটাক।

জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

================================================================================

সোনালী বেন্দ্রে

(জন্মঃ জানুয়ারি ১, ১৯৭৫)
তিমি একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী। রোমান্স, অ্যাকশন এবং কমেডি ধরনের পঞ্চাশটির অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও বলিউড চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন তামিল, তেলুগু, মারাঠি এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন।
.
আগ, নারাজ, দ্য ডন, গাদ্দার, টক্কর, বোম্বে, শপথ, ভাই, দিলজালেলে, ডুপ্লিকেট, জখম, দাহেক, সারফারোস, চল মেরে ভাই ইত্যাদি সিনেমায় অভিনয় করেন। এছাড়া তিনি স্টার স্ক্রীন অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার পুরস্কার, আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার, গোল্ডেন প্যাটেল অ্যাওয়ার্ড ইত্যাদিতে ভূষিত হয়েছেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

================================================================================

বিদ্যা বালান

জন্ম জানুয়ারি ১, ১৯৭৮
তিনি একজন ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী। বলিউডে কর্মজীবন প্রতিষ্ঠার পাশাপাশি বাংলা, তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯৫ সালে হাম পাঞ্চ হিন্দি সাইটকমের মাধ্যমে প্রথম অভিনয় জীবনে আসেন। এ যাবৎ বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার এবং পাঁচটি স্ক্রিন পুরস্কার অর্ন্তভুক্ত রয়েছে।

বিদ্যা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মানবহিতৈষী কার্যকলাপে জড়িত রয়েছেন এবং নারীদের কর্মসংস্থানের জন্য সহায়ক হিসেবেও তার অবদান আছে। দ্য ডার্টি পিকচার, পা, পরিনীতা, কাহানি, ইশকিয়া তাঁর অভিনয় সুপারহিট সিনেমা।

 ২০১৪ সালে ভারত সরকার কর্তৃক তাঁকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করা হয়।

জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*