সদাশিব অমরাপুরকার
জন্মঃ ২ জানুয়ারী ১৯৫০ – ৩ নভেম্বর ২০১৪
সদাশিব অমরাপুরকার একজন শক্তিশালী ভারতীয় অভিনেতা ছিলেন। তিনি ১৯৮০ ও ৯০’র দশকে মারাঠি এবং হিন্দি চলচ্চিত্রে তাঁর অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন। তিনি ঐ সময় অনেক সিনেমায় অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি মারাঠি নাটকে তাঁর অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। তিনি ১৯৯১ সালে সড়ক সিনেমায় একটি খলনায়কের চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন। খলনায়কের চরিত্র ছাড়াও, তিনি আরো অনেক সিনাময় চরিত্রাভিনেতা হিসাবে অভিনয় করেছেন। আরো পরে তিনি কমিক চরিত্রেও সমান পারদর্শিতা দেখিয়ে গেছেন। ৬৪ বছর বয়সে ফুসফুসের সংক্রমণের ফলে ভারতের মুম্বাইতে মারা যান এই অভিনেতা।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন
================================================================================
রামান লাম্বা
জন্মঃ ২ জানুয়ারি, ১৯৬০ – ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৮ তিনি একজন ভারতীয় ক্রিকেটার যিনি ৪টি টেস্ট ও ৩২টি একদিনের আন্তর্জাতিকে খেলেছেন।
তিনি বাংলাদেশের প্রিমিয়ার লীগের প্রিমিয়ার লীগের একজন জনপ্রিয় খেলোয়াড় এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করেন।বাংলাদেশ ক্রিকেট লীগ ক্রিকেটে খেলার সময় হঠাৎই আঘাত পেয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
================================================================================
শান্তি কৃষ্ণা
জন্মঃ ২ জানুয়ারি, ১৯৬৪
মালায়ালাম ও তামিল সিনেমায় তিনি একজন অভিনেত্রী ও নৃত্যশিল্পী। ১৯৮০-৯০ পর্যন্ত তিনি বহু সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। চাকরাম- ছবিতের জন্য তিনি কেরালা স্টেট ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান।
কুট্টানন্দন, মারাপ্পা, ভিমানাম, কৃষ্ণাম, লালা, লালানাম, তক্ষশীলা, এপ্রিল ১৯, পিঙ্গামি, পরিনায়াম, কুদুম্বা, ইত্যাদি সিনেমায় অভিনয় করেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment