মদনমোহন তর্কালঙ্কার
(জন্মঃ- ৩ জানুয়ারি, ১৮১৭ – মৃত্যুঃ- ৯ মার্চ, ১৮৫৮)
তিনি একজন বিখ্যাত শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং সাহিত্যিক। নদিয়ার নাকাশিপাড়ার বিল্বগ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ১৮২৯ সালে সংস্কৃত কলেজে পড়তে গিয়ে বিদ্যাসাগরের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। ১৮৪২ সালে হিন্দু কলেজের পাঠশালার প্রধান শিক্ষক হিসাবে মদনমোহন কর্মজীবন শুরু করেন। তারপর ১৮৪৬ সালে নদিয়ার রাজা শ্রীচন্দ্র কৃষ্ণনগরে কলেজ স্থাপন করলে তিনি সেখানে কিছুদিন অধ্যাপনা করেন।
ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা ডিরোজিওর উদ্যোগে যখন সময়ে দেশ জুড়ে চলছে কুসংস্কার, নানা সামাজিক অসাম্যের বিরুদ্ধে ও ইংরেজি স্ত্রী শিক্ষার প্রসারের জন্য আন্দোলন। ইয়ংবেঙ্গলের অন্যতম সদস্য রামতনু লাহিড়ীর বাড়িতে থাকার সুবাদে মদনমোহনও সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। তারপর থেকে ১৮৫৮ সালে মৃত্যুর আগে পর্যন্ত মদনমোহন শিক্ষা এবং সামাজিক সংস্কার আন্দোলনে যুক্ত থাকেন।
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
সঞ্জয় খান
জন্মঃ ৩ জানুয়ারি ১৯৪১
তিনি একজন হিন্দি চলচ্চিত্রাভিনেতা, পরিচালক ও প্রযোকজ হিসাবে পরিচিত। হকিকত সিনেমার মধ্য দিয়ে তিনি সিনেমা জগতে পা রাখেন।
কালা ধান্দা গোরা লোক, আব্দুল্লা, চিঙ্গারি, চাঁদি সোনা, মস্তান দাদা, নাগিন, আসলিয়াত, ত্রিমূর্তি, মাধবী, ওয়াফা, উপসনা, মহারাজা, বেটি, অভিলাশা, দিল্লাগি, দশ লাখ, দোস্তি ইত্যাদি সিনেমায় তাঁর অভিনয় জনপ্রিয়তা লাভ করে।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
গুল পানাগ
জন্মঃ ১৯৭৯ সালের ৩ জানুয়ারি তিনি চন্ডীগড়ে জন্মগ্রহণ করেন। একজন অভিনেত্রী, কন্ঠ অভিনেত্রী, মডেল হিসাবে তিনি বিশেষ পরিচিত। তবে তার সাথে সাথে রাজনৈতিক মহলের সাথেও তাঁর পরিচিতি আছে।
ধুপ, ডোর, জুর্ম, হ্যালো, অনুভব, রান, হ্যালো ডার্লিং, ফির জিন্দগি, মনোরম সিক্স ফিট আন্ডার ইত্যাদি সিনেমায় তিনি অভিনয় করেন।
এছাড়াও টেলিভিশনের কাশ্মীর, খুবশুরাত, কিসমে কিতনা হ্যায় দম, মুশাফির হু ইয়ারো ইত্যাদিতেও তাঁকে দেখা যায়।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
নরেশ আয়ার
(জন্মঃ ৩জানুয়ারি ১৯৮১)
তিনি একজন মুম্বাইয়ের প্লেব্যাক গায়ক, তিনি তামিল পরিবারে জন্মগ্রহণ করলেও হিন্দি, মারাঠি, মালায়ালাম ভাষাতেও সমান দক্ষ। নরেশ আয়ার বিভিন্ন ভারতীয় ভাষায় চলচ্চিত্রের গান রচনা করেছেন। রঙ দে বাসন্তির ‘রোবারু’ গানটিকে অনুবাদকরনের জন্য তিনি ২০০৬ সালে ন্যাশানাল ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা প্লেব্যাক সিংগার খ্যাতি পান।
তিনি কয়েকটি প্লেব্যাক গানকারদের মধ্যে একজন, যিনি তার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং জাতীয় পুরস্কার উভয়ই পেয়েছেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment