আজকের দিন-২

Spread the love

এ আর রহমান (আল্লাহ রাখা রহমান)

জন্ম: ৬ জানুয়ারি ১৯৬৭
তিনি একজন ভারতীয় তামিল যিনি ভারতের বলিউড ও কলিউড (তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রি) এর জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক। প্রচুর হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন ও গেয়েছেন।

তিনি জন্মগ্রহণ করেন মাদ্রাজে (চেন্নাই)। মুসলমান হিসেবে ধর্মান্তরিত হবার আগে এ আর রহমানের নাম ছিল এ এস দিলীপ কুমার। তাঁর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সাথে ইলেক্ট্রনিক মিউজিক এবং ওয়ার্ল্ড মিউজিক এবং পশ্চিমা অর্কেস্ট্রাল মিউজিকের সম্মিলনের জন্যে বিখ্যাত।

তিনি দুটি অস্কার, একটি ‘বাফটা পুরস্কার’, একটি গোল্ডেন গ্লোব, চারটি ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড এবং ১৩ টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তাঁর কাজের জন্যে তাঁকে ” মাদ্রাজের মোজার্ট ” বলা হয়, এবং তাঁর তামিল ভক্তরা তাঁকে ” মিউজিকের ঝড় ” উপাধিতে ভূষিত করেছেন।

রোজা, অশোকা, উজবান, থিরুডা থিরুডা, সুপার পুলিশ, বোম্বে, কাদালান, ইন্দিরা, ইন্ডিয়ান, রঙ্গীলা, জোড়ি, তাজমহল, তালাম, বাবা, উদয়, পরশুরাম, সিনেমায় তিনি সঙ্গীত পরিচালনা করেন।

স্লামডগ মিলিয়নিয়ার ছবির সঙ্গীত পরিচালনার জন্য ৮১তম অস্কার প্রতিযোগীতায় শেষ্ঠ সঙ্গীত পরিচালনা এবং সর্বোচ্চ স্কোরের জন্য এ আর রহমান দুটি পুরস্কার লাভ করেন।

জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

===============================================================================================

ইন্দ্রানী হালদার

জন্মঃ ৬ জানুয়ারি ১৯৭১
তিনি একজন বাঙালী অভিনেত্রী, তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সঞ্জয় হালদার। স্কুলজীবন অতীবাহিত করে তিনি মাল্টিপারপোস গার্লস স্কুল এবং স্নাতক অর্জন করেন তারপর যোগময় দেবী কলেজ।

থাঙ্কুমনি কুট্টি’র কাছে ক্লাসিকাল নৃত্য শিখেন। অমরেন্দ্র ঘোষকে (প্রযোজক) বিবাহ বিচ্ছেদের পরে তিনি সঞ্জীব দাসগুপ্ত বিপরীতে দহন –এ অভিনয় করেন। কিন্তু পরে তিনি একজন বিমান চালককে বিয়ে করেন। অভিনয়ে তার অভিষেক ঘটে শিশু শিল্পী হিসেবে, তেরো পার্বণ সিরিয়ালে।

অংশুমানের ছবি, চৌধুরী পরিবার, রাতপরীর রূপকথা, যারা বৃষ্টিতে ভিজেছিল, অসমাপ্ত, ফালতু, আসিন, আনন্দালোক, দেবদাস, সাঁঝবাতির রূপকথাহারা, দেখা, পারোমিতার একদিন, অনু, দহন, লাল দরজা, বিয়ের ফুল, চরাচর, দান প্রতিদান, কাছের পৃথিবী, শ্বেত পাথরের থালা, সম্প্রদান, আপন হল পর, দায়বদ্ধ, এবং তুমি আর আমি, জীবন পাখি, বর-কনে, আতলতায়ি, চক্রভ্য, সাগর বন্যা, সোকত সঙ্গীত, শেষ আশ্রয়, তিনি ভুবনের পাড়ে, ইত্যাদি তাঁর অভিনীত বাংলা ছবি। এছাড়াও টেলিভিশনের অনেক সিরিয়াল ও হিন্দি ছবিতেও তিনি অভিনয় করেন।

জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

===============================================================================================

রুদ্রনীল ঘোষ

জন্মঃ ৬ জানুয়ারী, ১৯৭৩
তিনি একজন ভারতীয় বাংলা টেলিভিশন ও সিনেমা অভিনেতা।

হাওড়ার নরসিংহ দত্ত কলেজ থেকে স্নাতক করেন। ২০১১ সালের ৩০ মে, রুদ্রনীল তার সহকর্মী “‘পরমব্রত চট্টোপাধ্যায়”‘ এর সাথে প্রযোজনার উদ্দেশ্যে যৌথভাবে “‘ওয়ার্কশপ”‘ নামের একটি প্রযোজনা সংগঠন প্রতিষ্ঠা করেন।

আষাড়ে গপ্পো, প্রলয়, হাওয়া বদল, বসন্ত উৎসব, একলা আকাশ, বালুকাবেলা ডট কম, এলার চার অধ্যায়, বেডরুম, চ্যাপলিন, নেকলেস, কিয়ো কাকা, বাই বাই ব্যাঙ্কক, দ্য জাপানিজ ওয়াইফ, ব্যোমকেশ বক্সী, মেলা, লুকোচুরি, থানা থেকে আসছি ইত্যাদি সিনেমায় তিনি অভিনয় করেন।

জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*