রীনা রায়
জন্মঃ ৭ জানুয়ারি ১৯৫৭
তিনি একজন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী। ১৯৭২-৮৫ সাল পর্যন্ত তিনি বহু ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করে বিশাল জনপ্রিয়তা লাভ করেন। ১৯৯৮ সালে তাঁকে ফিল্মফেয়ারের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।
জরুরত, মিলাপ, মদহোস, গুন্জ, বারদান, উমর কয়েদ, আপনে দুশমন, জখমি, সংগ্রাম, গুমরাহ, বারুদ, নাগিন, জামানত, পাপী, আপনাপান, মোকাবিলা, জানে দুশমান, বিল্লা, খন্জর, কৌশিস, আশা, নসিব, রকি, জেলযাত্রা, দো ওস্তাদ, ভাগবত, ইত্যাদি বহু ছবিতে তিনি উল্লেখযোগ্য অভিনয় করেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
==========================================================================
সুপ্রিয়া পাঠক কাপুর
জন্মঃ ৭ জানুয়ারি ১৯৬১
তিনি এক জনপ্রিয় অভিনেত্রী। টিভি সিরিয়াল ও ছবিতেও তাঁর অভিনয় তাঁকে অতি জনপ্রিয় করে তুলেছে।
কলিযুগ, বিজেতা, বাজার, বিজেতা, গান্ধী, বেকারার, মাসুম, আওয়াজ, অর্জুন, ঝুটি, দিলওয়ালে, শাহেনশাহ, আকাঙ্খা, দাতা, মদহোস, বেওয়াফা, সরকার, সরকাররাজ, ওয়েক আপ সিড, রামলীলা ইত্যাদি সিনেমায় তিনি অভিনয় করেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
==========================================================================
বিপাশা বসু
জন্ম ৭ জানুয়ারি, ১৯৭৯
তিনি একজন ভারতীয় অভিনেত্রী, মডেল। তিনি মূলত হিন্দি সিনেমায় অভিনয় করেছেন।
তিনি ভবন’স গঙ্গাবাক্স কানোরিয়া বিদ্যামন্দিরে বিপাশা বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ভবানীপুর গুজরাতি এডুকেশন সোসাইটি কলেজে বাণিজ্য বিভাগে অধ্যয়ন করেন। কলকাতা থাকাকালে তিনি সাময়িক পেশা হিসেবে মডেলিং এবং র্যাম্প শো-তে অংশ নেন। ১৯৯৬ সালে কলকাতায় বিখ্যাত মডেল মেহের জেসিয়া’র সাথে পরিচিত হন। তাঁর পরামর্শেই বিপাশা গোদরেজ সিন্থল সুপারমডেল প্রতিযোগিতায় অংশ নেন এবং এই প্রতিযোগিতায় বিজয়ী হন।
আজনবি, রাজ, আঁখে, গুনাহ, জিসম, ফুটপাথ, এইতবার, সাচেহান, বারসাত, নো এন্ট্রী, অপহরণ, শিকার, আালাগ, ওমকারা, ধুম২, গোল, রেস, আক্রোশ, আত্মা, অ্যালোন ইত্যাদি সিনেমায় তিনি অভিনয় করেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন।
==========================================================================
শোভা দে
জন্মঃ ৭ জানুয়ারি ১৯৪৮
তিনি একজন ভারতীয় কলামিস্ট ও ঔপন্যাসিক। সমাজের বিশিষ্ট মানুষের জীবনচিত্র ও যৌনতা নিয়ে কথাসাহিত্য লেখার জন্য বেশি পরিচিত। এজন্য তাঁকে জ্যাকি কলিন্স অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে।
১৯৭০ সালে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করে। সেসময় তিনি স্টারডাস্ট, সোসাইটি ও সেলিব্রেটি নামে তিনটি ম্যাগাজিন প্রথম প্রকাশ এবং সম্পাদনা করেন। ম্যাগনা পাবলিশিং কো. লিমিটেড-এর স্টারডাস্ট ম্যাগাজিনটি ১৯৭১ সালে নারী হিরা কর্তৃক প্রথম প্রকাশিত হলেও জনপ্রিয় হয় শোভা দের সম্পাদনায়। টাইমস অফ ইন্ডিয়ার সানডে ম্যাগাজিন সেকশন দেখাশোনা করতেন তিনি আশির দশকে।বর্তমানে তিনি একজন মুক্তপেশাজীবি লেখক এবং বিভিন্ন পত্রিকার কলামিস্ট।
স্মল বিট্রেয়ালস -হে হাউস ভারত, শোভাঃ নেভার এ ডাল দে – হে হাউজ ভারত, শেঠজি, শোভা এট সিক্সটি – হে হাউজ ইন্ডিয়া, সন্ধ্যা’স সিক্রেট, সুপারস্টার ইন্ডিয়া – ফ্রম ইনক্রেডিবল টু আনস্টএবল স্ট্রেঞ্জ অবসেশন, স্ন্যাপশট স, স্পাউসঃ দ্যা ট্রুথ এবাউট ম্যারেজ ইত্যাদি তাঁর সৃষ্টি।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
==========================================================================
কোয়েনা মিত্র
জন্মঃ ৭ জানুয়ারি ১৯৮৪
নিউইয়র্ক শহরের এক বাঙালী হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। লি স্ট্রাসবার্গ অভিনয় বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং প্রধানত মনোবিজ্ঞানের উপর তার শিক্ষা সম্পন্ন করেন। তিনি পাশ্চাত্য নৃত্যকলা, বাস্কেটবল, সাতার এবং টেনিসের উপর প্রশিক্ষণগ্রহণ করেন। মিত্র উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় অল ইন্ডিয়া টাইটেল জয় করেন।
২০০১ সালে, তিনি Gladrags Mega Model India জিতেন। এরপর তিনি জার্মানীতে অনুষ্ঠিত মিস ইন্টারকন্টিনাল প্রতিযোগিতায় ৮৪ টি দেশের মধ্যে শীর্ষ ১২ তে স্থানলাভ করেন। ক্লিনিক অল ক্লিয়ার, মারুতি অলটো, জুয়েলারী এবং সৌন্দর্য্য পণ্যের বিজ্ঞাপনে অভিনয় করেন এছাড়াপও বেইজিং এবং মিলানে বহু ফ্যাশন অনুষ্ঠানে অংশ নেন।
রোড, মুসাফির, ব্ল্যাকমেল, ইনসান, হে বেবি, আগার, অনামিকা, অয়ন, আসাল ইত্যাদি সিনেমায় তিনি অভিনয় করেছেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment