আশাপূর্ণা দেবী
জন্মঃ ৮ই জানুয়ারি, ১৯০৯ – ১৩ই জুলাই, ১৯৯৫
তিনি একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও শিশুসাহিত্যিক। বিংশ শতাব্দীর বাঙালি জীবন, বিশেষত সাধারণ মেয়েদের জীবনযাপন ও মনস্তত্ত্বের চিত্রই ছিল তাঁর রচনার মূল বিষয়।
তাঁর প্রথম প্রতিশ্রুতি-সুবর্ণলতা-বকুলকথা উপন্যাসত্রয়ী বিশ শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির অন্যতম বলে বিবেচিত হয়। তাঁর একাধিক কাহিনি অবলম্বনে রচিত হয়েছে জনপ্রিয় চলচ্চিত্র।
অলয় আদিত্যের ইচ্ছাপত্র রহস্য, গজ উকিলের হত্যা রহস্য, ভূতুরে কুকুর, রাজকুমারের পোশাকে, মনের মুখ, মধ্যে সমুদ্র, যাচাই, ভুল ট্রেনে উঠে, নিমিত্তমাত্র, কখনো কাছে কখনো দূরে, নষ্টকোষ্ঠী, মজারু মামা, ষড়যন্ত্রের নায়ক, চশমা পাল্টে যায়, বিশ্বাস-অবিশ্বাস, কাঁটাপুকুর লেনের কমলা, নেপথ্য নায়িকা, জনম্ জনম্কে সাথী, লঘু ত্রিপদী, বালুচরী, শৃঙ্খলিতা, সানগ্লাস, শুক্তিসাগর, সুখের চাবি, সুয়োরানীর সাধ, সুরভি স্বপ্ন ইত্যাদি তাঁর সৃষ্টি।
দেড় হাজার ছোটোগল্প ও আড়াইশো-র বেশি উপন্যাসের রচয়িতা আশাপূর্ণা সম্মানিত হয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার সহ দেশের একাধিক সাহিত্য পুরস্কার, অসামরিক নাগরিক সম্মান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রিতে। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে প্রদান করেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান রবীন্দ্র পুরস্কার। ভারত সরকার তাঁকে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য অকাদেমি ফেলোশিপে ভূষিত করেন।
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
===============================================================================================
হরিশ জয়রাজ
জন্মঃ ৮ জানুয়ারি ১৯৭৫
তিনি একজন চলচ্চিত্র পরিচালক। এছাড়াও তিনি তামিল ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন। তেলেগু ও হিন্দি ভাষাতেও তিনি সঙ্গীত রচনা করেছেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
===============================================================================================
সাগরিকা ঘাটগে
জন্মঃ ৮ জানুয়রি ১৯৮৬
তিনি একজন ভারতীয় মডেল, সিনেমা অভিনেত্রী। চাক দে ইন্ডিয়া ছবিতে তিনি প্রথম অভিনয় করেন। তিনি ফিয়ার ফ্যাক্টর, খাতরো কি খিলাড়ী -৬ তে তিনি অংশগ্রহণ করেন। তিনি ভারতীয় ক্রিকেটার জাহির খানকে ২০১৭ সালে বিবাহ করেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুব জন্মদিন।
Be the first to comment