হৃতিক রোশন
জন্ম: ১০ জানুয়ারি, ১৯৭৪
তিনি হলেন একজন জনপ্রিয় অভিনেতা যিনি বলিউড চলচ্চিত্রে অভিনয় করেন। হৃতিক সর্বাধিক জনপ্রিয় ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে অন্যতম। তিনি চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশনের পুত্র হৃতিক। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং এক দক্ষ নৃত্যশিল্পী। তিনি ভারতের সর্বাধিক পারিশ্রমিক-প্রাপ্ত অভিনেতাদের অন্যতম। ছ’টি ফিল্মফেয়ার পুরস্কার সহ তিনি বহু পুরস্কার জয় করেছেন।
আশা, আপ কে দিওয়ানে, আস পাস, ভগবান দাদা, ক্যাহো না পিয়ার হ্যায়, ফিজা, মিশন কাশ্মীর, ইয়াদে, কোই মিল গয়া, না তুম জানো না হাম, ম্যায় প্রেম কি দিবানি হু, কৃষ, ধুম ২, যোধা আকবর, কাইটস, অগ্নিপথ ইত্যাদি ছাড়াও বহু ছবিতে জনপ্রিয় অভিনয় করেছেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
কাত্তাশ্বেরী যোশেফ ইয়েসুদাস
জন্মঃ ১০ জানুয়ারি ১৯৪০
তিনি একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ ও গায়ক। ভারতীয়, হিন্দি, মালায়ালাম, তামিল, রাশিয়ান, আরবী বিভিন্ন ভাষায় বহু গান গেয়েছেন। এছাড়াও আসামী, কোনকানিনি, কাশ্মীরি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও গান গেয়েছেন।
তিনি ৭ বার ন্যাশানাল অ্যাওয়ার্ড পেয়েছেন, ৫ বার ফিল্ম ফেয়ার, বিভিন্ন রাজ্য তাঁকে বিভিন্ন সম্মানে সম্মানিত করেন। ২০০২ সালে পদ্মভূষণ ও ২০১৭ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মানে তাঁকে সম্মানিত করা হয়। পাঁচ দশকের কর্মজীবনে ২০০০০ গান রেকর্ডের জন্য CNN-IBN তাঁকে বিশেষ সম্মানপ সম্মানিত করেন। ২০০৬ সালে, তিনি চেন্নাইয়ের এভিএম স্টুডিওতে একই দিনে তিনি চার দক্ষিণ ভারতীয় ভাষায় ১৬ টি ছবির গান গেয়েছিলেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
সুচিত্রা ভট্টাচার্য
১০ই জানুয়ারি, ১৯৫০- ১২ই মে, ২০১৫
তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক।
কলকাতা শহরের যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক হন। বিভিন্ন স্থানে চাকরি করার পর তিনি সরকারী চাকরিতে যোগদান করেন। লেখিকা হিসেবে সম্পূ্র্ণ রূপে সময় দেওয়ার জন্য তিনি ২০০৪ খ্রিস্টাব্দে তাঁর চাকরি থেকে ইস্তফা দেন।
কাছের মানুষ, দহন, কাচের দেওয়াল, হেমন্তের পাখি, নীল ঘূর্ণি, অলীক সুখ, গভীর অসুখ, উড়ো মেঘ, ছেঁড়া তার, আলোছায়া, অন্য বসন্ত, পরবাস, পালাবার পথ নেই, আমি রাইকিশোরী, রঙিন পৃথিবী, জলছবি, যখন যুদ্ধ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
Be the first to comment