রাহুল দ্রাবিড়
(জন্ম: ১১ জানুয়ারি ১৯৭৩)
তিনি একজন ভারতীয় ক্রিকেট খেলোয়াড়। তিনি ভারতের জাতীয় ক্রিকেট দলের জাতীয় টেস্ট ও একদিনের আন্তর্জাতিক (ওডিআই) দলের অধিনায়ক ছিলেন। মূলত তিনি একজন ব্যাটসম্যান, একজন ডানহাতি ব্যাটসম্যান ও ডান হাতি অফ স্পিন বোলার।
২০ জুন ১৯৯৬ সালে তিনি প্রথম টেস্ট ম্যাচ খেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ৩ এপ্রিল ১৯৯৬ প্রথম তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটান। তিনি ১৬৪ টা টেস্ট, ৩৪৪ ওয়ান ডে ম্যাচ খেলেছেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
============================================================
তারা শর্মা
জন্মঃ ১১ জানুয়ারি ১৯৭৭
তিনি একজন চলচ্চিত্র অভিনেত্রী, সঞ্চালক, সহকারী প্রযোজক হিসাবেও কাজ করেছেন।
ওম জয় জগদীশ, সায়া, মস্তি, বরদাস্ত, পেজ থ্রি, আকসার, হে বেবি, ওভার নাইট, মুম্বাই কাটিং, দুলহা মিল গয়া ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
============================================================
অনু আগরওয়াল
জন্মঃ ১১ জানুয়ারি ১৯৬৯
তিনি একসময়কার একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। তাঁর অভিনীত আশিকী ছবিটি দর্শকদের কাছে তাঁকে বিশেষ জনপ্রিয় করে তোলে।
এছাড়াও তিনি গজব তামাসা, কিং আঙ্কেল, দ্য ক্লাউড ডোর, জনম কুন্ডলি ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন।
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment