আজকের দিন

Spread the love

শ্যামল মিত্র

(১৪ জানুয়ারি ১৯২৯ – ১৫ নভেম্বর ১৯৮৭)
তিনি বাংলার এক প্রখ্যাত সঙ্গীত শিল্পী। পঞ্চাশ ও ষাটের দশকের সবচেয়ে জনপ্রিয় গায়কদের অন্যতম। তার অনেক গান আজও বাঙালি শ্রোতাদের কাছে অতি জনপ্রিয়।

তাঁর শিক্ষাগুরু ছিলেন সুধীরলাল চক্রবর্তী। বিখ্যাত গায়ক সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে তিনি পরে তালিম নিয়েছেন। ১৯৪৮ সালে প্রথম রেকর্ড করেন। সুরকার সুবল দাশগুপ্ত, অনুপম ঘটক, হিমাংশু দত্ত, রবীন চট্টোপাধ্যায়ের সুরে অনেক গান গেয়েছেন। তার রেকর্ডের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। প্রথম প্লে ব্যাক গায়ক হিসেবে ১৯৪৮ সালে ‘সুনন্দার বিয়ে’তে সাড়া ফেলেন। অনেক ছবির সংগীত পরিচালনা করেছেন তিনি।

জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

==============================================================================================

মহাশ্বেতা দেবী

(১৪ জানুয়ারি, ১৯২৬ – ২৮ জুলাই, ২০১৬)
তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ় রাজ্যের আদিবাসী উপজাতিগুলির (বিশেষত লোধা ও শবর উপজাতি) অধিকার ও ক্ষমতায়নের জন্য তিনি কাজ করেছিলেন।

হাজার চুরাশির মা (১৯৭৪, উপন্যাস), অরণ্যের অধিকার (১৯৭৯, উপন্যাস), অগ্নিগর্ভ (১৯৭৮, ছোটোগল্প সংকলন), মূর্তি (১৯৭৯, ছোটোগল্প সংকলন), নীড়েতে মেঘ (১৯৭৯, ছোটোগল্প সংকলন), স্তন্যদায়িনী (১৯৮০, ছোটোগল্প সংকলন), চোট্টি মুন্ডা, তার তীর (১৯৮০, ছোটোগল্প সংকলন) ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি।

সাহিত্য অকাদেমি পুরস্কার (বাংলায়), জ্ঞানপীঠ পুরস্কার ও র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার সহ একাধিক সাহিত্য পুরস্কার এবং ভারতের চতুর্থ ও দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান যথাক্রমে পদ্মশ্রী ও পদ্মবিভূষণ লাভ করেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণে ভূষিত করেছিল।

জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

==============================================================================================

সীমা বিশ্বাস

জন্মঃ ১৪ জানুয়ারি ১৯৬৫
তিনি ভারতীয় চলচ্চিত্র ও অসমের থিয়েটার জগতের এক সুপরিচিত অভিনেত্রী। তিনি শেখর কাপুরের ব্যান্ডিট কুইন নামক চলচ্চিত্রে ফুলন দেবীর চরিত্রে অভিয়ন করেন। বলিউড তথা ভারতের অন্যান্য চলচ্চিত্র জগতে তাঁর যথেষ্ট সুখ্যাতি রয়েছে।

অমসিনী, সমর, কোম্পানি, ভূত, বুম, দোবারা, হনন, ওয়াটার, বিবাহ, শূন্যতা, সোফিয়া, অমল, কামাগাতা মারু, লালবাগ পারেল, পতঙ্গ ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছেন।

১৯৯৬ সনে তিনি ব্যান্ডিট কুইন চলচ্চিত্রে করা অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর রজক কমল পুরস্কার লাভ করেন। তিনি ২০০০ সাল সংগীত নাটক একাডেমী পুরস্কার ও ২০০৬ সালে দীপা মেহেতার ওয়াটার চলচ্চিত্রে শকুন্তলা চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জেনী পুরস্কার লাভ করেন।

জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*