আজকের দিন

Spread the love

জাভেদ আখতার

(জন্ম: ১৭ জানুয়ারি, ১৯৪৫)
তিনি একজন গীতিকার এবং চিত্রনাট্যকার ও কবি। তিনি ভারতের মূলধারার একজন লেখক এবং তাঁর বেশীরভাগ সফল এবং জনপ্রিয় কাজগুলো সেলিম খানের সাথে করেছেন।

তিনি লখনউয়ের কলভিন তালুকদার কলেজ এবংমিন্টো সার্কেলে পড়াশোনা করেন। তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মেট্রিকুলেশান পাস করেন। সেলিম খান এবং জাভেদ আখতার একসাথে ইয়াদো কি বারাত, জাঞ্জির , হাত কি সাফাই, দেবর, শোলে, প্রেমাদা কান্নিকি, চাচা ভাতিজা , ডন , ত্রিশূল, মনুশুলু চেছিনা দঙ্গালু , যুগনধার, দোস্তানা , ক্রান্তি, জামানা, এবং মি. ইন্ডিয়া ছবির কাজ করেন। এছাড়াও তাঁরা একত্রে প্রায় ২৪টির মত চলচ্চিত্রে কাজ করেছেন; যেমন: ২টি তেলেগু চলচ্চিত্র, মনুশুলু চেছিনা দঙ্গালু, যুগনধার এবং একটি কন্নাটা চলচ্চিত্র প্রেমাদা কান্নিকি। তাদের লেখা ২৪টি চলচ্চিত্রের মধ্যে ২০টি ব্যবসাফল হিট চলচ্চিত্র। তাদের লেখা চিত্রনাট্য বক্স অফিসে তেমন সাফল্য দেখাতে না পারা চলচ্চিত্র গুলি হল; আখিরী দাও (১৯৭৫), ইমান ধর্ম (১৯৭৭), কালা পাত্থর (১৯৭৯), এবং শান (১৯৮০)। তারা ১৯৮২ সালের ব্যক্তিগত বিষয়ের কারণে আলাদা হয়ে যান। সেলিম-জাভেদ জুটিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল চিত্রনাট্যাকার হিসাবে বর্ণনা করা হয়।

তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ১০ টিফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হন।

জন্মদিনের রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

===============================================================================================

বিন্দু

জন্মঃ ১৭ জানুয়ারি ১৯৪১
বলিউডের তিনি এক জনপ্রিয় অভিনেত্রী। তিনি প্রায় ১৬০র বেশি ছবিতে অভিনয় করেছেন।

আওরাত, ডোলি, দো রাস্তে, ইত্তেফাক, কাটি পতঙ্গ, অমর প্রেম, দাস্তান, রাজা রানি, অভিমান, ধর্ম, হাওয়াস, ফ্রি লাভ, পাগলি, ইমতেহান, চৈতালি, দশ নম্বরী, জালান, তৃষ্ণা, খানদান, এগরিমেন্ট, শান, লাওয়ারিস ইত্যাদি বহু ছবিতে তিনি অভিনয় করেন।

জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

===============================================================================================

এম.জি.শশী

জন্মঃ ১৭ জানুয়ারি ১৯৬৫
তিনি কেরালার একজন চলচ্চিত্র ও নাটক পরিচালক। তিনি অভিনয়ওও করেছেন।

আতায়ালাঙ্গল, জানকী, তিনি পরিচালনা করেছেন অভিনেতা হিসাবে তিনি সাদায়াম, গুরু, কালিয়াত্তাম, স্নেহাম, সুসান্না, সান্থাম, জালাম ইত্যাদহ ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও বহু শর্ট ফিল্ম তিনি পরিচালনা ও অভিনয় করেছেন।

জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*