সৌমিত্র চট্টোপাধ্যায়
(জন্মঃ ১৯ জানুয়ারি ১৯৩৫) তিনি একজন ভারতীয় বাঙালি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। সৌমিত্র চট্টোপাধ্যায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার মধ্যে ১৪টিতে অভিনয় করেছেন।
.
তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে (সিটি কলেজ, আমহার্স্ট স্ট্রিট, কলকাতা ) সাহিত্য নিয়ে পড়াশোনা করেন । ১৯৫৯ খ্রিস্টাব্দে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। তিনি মৃণাল সেন,তপন সিংহ, অজয় করের মত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন ।
.
ক্ষুধিত পাষাণ, দেবী, স্বরলিপি, শাস্তি, আগুন, পুনশ্চ, ঝিন্দের বন্দি, শাস্তি, বেনারসী, শেষ প্রহর, বর্ণালি, প্রতিনিধি, অয়নাস্ত, বাক্স বাদল, কাপুরুষ, আকাশ কুসুম, কাঁচ কাটা হীরে, অজানা শপথ, বাঘিনী, মাল্যদান, বসন্ত বিলাপ, নিশিকন্যা, অশনি সংকেত, গণদেবতা, দেবদাস, নৌকাডুবি, ছাড়াও তিনি বহু ছবিতে অভিনয় করেন।
.
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
===============================================================================================
অঞ্জন দত্ত
জন্মঃ ১৯ জানুয়ারি ১৯৫৩
তিনি বাংলা গান এর জগতে একজন জনপ্রিয় শিল্পী। জীবনমুখী গান নামে বাংলা গান এর যে ধারা প্রচলিত, অঞ্জন দত্ত সেই ধারার গান লেখেন, সুর দেন ও গেয়ে থাকেন।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে তিনি মাস্টারস্ করেছেন। তাঁর সবচাইতে জনপ্রিয় গান বেলা বোস। তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং চলচ্চিত্র পরিচালনাও করেছেন। তাঁর পরিচালিত একটি ছবির নাম হল দ্য বঙ কানেকশন। সমসামায়িক অঞ্জন দত্তের একটা ছবি হল “রঞ্জনা আমি আর আসবনা”।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
===============================================================================================
কাইফি আজমি
জন্মঃ ১৯ জানুয়ারি ১৯১৯
তিনি একজন ভারতীয় খ্যাতনামা উর্দুভাষী কবি ও সাহিত্যিক এবং বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব। তাঁর কবিতা অত্যন্ত জনপ্রিয়।
তাঁর গ্রন্থের মধ্যে আখির-ই-সাব, শারমায়া, আওয়ারা সাজদে, কৈফিয়াত, নঈ গুলিস্তাঁ প্রভৃতি উল্লেখযোগ্য। ১৯৫২ সালে গীতিকার হিসেবে মুম্বাই চলচ্চিত্রে কাজ আরম্ভ করেন।
কাইফি আজমি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পদক লাভ করেন। ১৯৭৫ খ্রিস্টাব্দে আওয়ারা সাজদেকাব্যগ্রন্থের জন্য লাভ করেন সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়া তাঁকে ২০০২ খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি ফেলোশীপ (২০০২) প্রদান করা হয়। এর আগে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক সাম্মানিক ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
রোজদিনের পক্ষ থেকে জন্মদিনে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
Be the first to comment