আজকের দিনে

Spread the love

 

শিবনারায়ণ রায়
(২০ জানুয়ারি, ১৯২১ – ২৬ ফেব্রুয়ারি, ২০০৮)
তিনি বিংশ শতাব্দীর স্বনামধন্য বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ, দার্শনিক, এবং সাহিত্য সমালোচক।
মানবেন্দ্রনাথ রায়, এবং বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেল, রায়ের উপরে মন্তব্য করে একজন রাডিকেল মানবতাবাদী একদা বলেছেন “… শিবনারায়ণ রায় দাঁড়িয়েছেন সেই মতের পক্ষে যেটাকে আমি পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ মনে করি। তার লেখা আমাদের সময়ের অধিকাংশ লেখকের চেয়ে বেশি যুক্তিগ্রাহ্য হিসেবে প্রকাশিত।”

সাহিত্য চিন্তা, নায়কের মৃত্যু, কবির নির্বাসন ও অন্যান্য ভাবনা,রবীন্দ্রনাথ, শেক্সপিয়র ও নক্ষত্রসংকেত, খাড়াইয়ের দিকে,স্বদেশ, স্বকাল, স্বজন,বিবেকী বিদ্রোহের পরম্পরা,বাঙালিত্বের খোঁজে ও অন্যান্য আলোচনা, প্রবাসের জার্নাল, মৌমাছিতন্ত্র, ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।

রোজদিনের পক্ষ থেকে জন্মদিবসে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*