বরুণ সেনগুপ্ত
২৩শে জানুয়ারি, ১৯৩৪ – ১৯শে জুন, ২০০৮
তিনি একজন অতি জনপ্রিয় ভারতীয় সাংবাদিক। তিনি বর্তমান পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। বাংলাদেশের বরিশালে তিনি জন্মগ্রহণ করেছিলেন।
ছাত্রাবস্থা থেকেই রাজনীতি আকর্ষণ করেছিল তাঁকে। ‘ভাবীকাল’ নামে একটি পত্রিকাও বের করেন তিনি। তবে তা চলেছিল অল্পদিন। তারপর ১৯৫৭ সাল নাগাদ নিজেই বের করেছেন ‘বর্তমান’ নাম দিয়ে একটি রাজনৈতিক সাপ্তাহিক পত্রিকা । সেই কাগজ টিকে ছিল বছর তিনেক। ১৯৫৯-এর শেষ দিকে বরুণবাবু আনন্দবাজার পত্রিকায় যোগ দানেরর মধ্য দিয়েই তাঁর পেশাদার সাংবাদিক জীবনের সূচনা হয়।
পালাবদলের পালা, ইন্দিরা একাদশী, অন্ধকারের অন্তরালে, সিদ্ধার্থ শঙ্কর: সিদ্ধি ও নির্বাণ, সব চরিত্র কাল্পনিক, রাজনীতির রঙ্গমঞ্চ, বিপাক-ই-স্তান, নেতাজির অন্তর্ধান রহস্য, দিল্লির পালাবদল, বরুণ সেনগুপ্ত রচনাসমগ্র ইত্যাদি তাঁর রচিত গ্রন্থ।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
=============================================================================================
রমেশ সিপ্পি
জন্মঃ ২৩ জানুয়ারি ১৯৪৭
তিনি একজন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তাঁর পরিচালিত শোলে-কে আধুনিক ভারতীয় অ্যাকশন মুভির মাইলফলক হিসেবে ধরা হয়।
জামানা দিওয়ানা, ভ্রষ্টাচার, বুনিয়াদ, জামিন, সাগর, শক্তি, শান, সীতা অর গীতা, ইত্যাদি। প্রযোজক হিসাবে তাঁর নটাঙ্কি শালা, দম মারো দম, চাঁদনি চক টু চায়না, ফেয়ার, ব্লাফমাস্টার, কুছ না কাহো, তৃষ্ণা ইত্যাদির জন্য পরিচিত।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
=============================================================================================
বালাসাহেব ঠাকরে
জন্ম জানুয়ারি ২৩, ১৯২৬ মৃত্যু নভেম্বর ১৭, ২০১২ তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ, শিবসেনা প্রতিষ্ঠাতা ও প্রধান। তিনি হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাসী তা সত্ত্বেও তিনি মারাঠিদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
Be the first to comment