চেতেশ্বর অরবিন্দ পুজারা
জন্ম: ২৫ জানুয়ারি, ১৯৮৮
ভারতীয় ক্রিকেটার পুজারা ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ভারত দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। ৯ অক্টোবর, ২০১০ তারিখে ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া দলের বিপক্ষে তিনি প্রথম খেলেন। ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্র এবং আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হয়ে খেলেন।
২০১০ সালের গ্রীষ্মে ভারতের এ দলের হয়ে ইংল্যান্ড সফর করেন। দলের পক্ষে তিনি সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। অক্টোবর, ২০১১ সালে বিসিসিআই জাতীয় পর্যায়ে খেলার জন্য তাকে গ-শ্রেণীভূক্ত খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত করে। দীর্ঘসময় ধরে ইনিংস খেলার জন্য ভারতের মাঝারি স্তরের ব্যাটসম্যান হিসেবে রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের অবসরের পর তাকে বিবেচনা করা হয়ে থাকে।
প্রথম-শ্রেণীর ক্রিকেটে একমাসের মধ্যে তিনটি ত্রি-শতক হাঁকিয়ে অনন্য রেকর্ড স্থাপন করেন পুজারা। দ্রুততম ব্যাটসম্যান হিসেবে একহাজার রান করেন মাত্র ১১ টেস্টের ১৮ ইনিংসে। ২০১৪ সালে ডার্বিশিয়ার কাউন্ট্রি দলের হয়ে ওভাল স্টেডিয়ামে সারের বিরুদ্ধে অপরাজিত ৯০ এবং ডার্বি কাউন্ট্রি গ্রাউন্ডে লেইসেস্টারসায়রের বিরুদ্ধে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন।
২০১৫ সালে ইয়র্কশায়ার দলের জন্য খেলেন। ইয়র্কশায়ার ডিভিশন ওয়ান চ্যাম্পিয়ন হয়। হেডিংলে গ্রাউন্ডে হাম্পশায়ারের বিরুদ্ধে অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
===============================================================================================
কবিতা কৃষ্ণমূর্তি
২৫ জানুয়ারি ১৯৫৮
তিনি একজন জনপ্রিয় ভারতীয় সংগীত শিল্পী। ভারতীয় উপমহাদেশে তিনি বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। বিশেষ করে শাস্ত্রীয় সংগীতে তিনি অসামান্য অবদান রেখেছেন। এছাড়াও বিভিন্ন চলচ্চিত্রে তিনি গান করেছেন।
.
মাত্র নয় বছর বয়সেই জনপ্রিয় এবং কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর এর সাথে গান করার সুযোগ পান। ১৪ বছর বয়সে তিনি মুম্বই এ আসেন। এখানে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতিতে বিএ অনার্স করেন।
১৯৪২ এ লাভ স্টোরি, ইয়ারানা, অগ্নি সাক্ষী, ভৈরবী, খামোশি এমন সব চলচ্চিত্রে গান করার পর তিনি নিজেকে একটি অন্যতম উচ্চতায় তুলে ধরেন। কাজ শুরু করেন বিখ্যাত সব শিল্পী আর সংগীত পরিচালকদের সাথে যেমনঃ বাপ্পি লাহিড়ী, এ আর রহমান, ইসমাইল দরবার, নাদিম-শ্রাবন, যতীন ললিত, বিজু শাহ এবং অনু মালিক।
.
১৯৯৯ সালের ১১ নভেম্বর তিনি জনপ্রিয় বেয়ালা বাদক ড. এল সুব্রামানিয়াম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পাঁচ মহাদেশের শিল্পীদের নিয়ে করা অয়ের্নার ব্রসের গ্লোবাল ফিউশন এর তিনি অন্যতম গায়িকা। এসময় তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, দূর প্রাচ্য, মধ্য প্রাচ্য সহ বিভিন্ন যায়গাতে গান পরিবেশনের জন্য ভ্রমণ করেন। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের গানের পাশাপাশি কবিতা পপ এবং ভক্তি মূলক গানও করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
==============================================================================================
রূপম ইসলাম
জন্মঃ ১৯৭৪ সালের ২৫ জানুয়ারী
তিনি এক জনপ্রিয় গীতিকার, প্লেব্যাক সিঙ্গার,ও সুরকার। তিনি কলকাতার ফসিলস (ব্যান্ড) এর লিড সিঙ্গার। আশুতোষ কলেজ থেকে তিনি ইংরেজি সাহিত্যে অনার্স সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় একটি অধিভুক্ত কলেজ থেকে স্নাতক হন। তিনি তার স্নাতক শিক্ষা (BED) সম্পন্ন এবং তিনি আগে স্বেচ্ছায় সঙ্গীত কর্মজীবন মনোযোগ ২০০৬ সালে অবসর এগারো বছর জন্য প্রাথমিক স্কুলের ছাত্র ইংরেজী শেখানো যেখানে টাকি ছেলেরা বহুমুখী স্কুল যোগদান করেন।
জান্নাত জাহা (জান্নাত -হিন্দী সিনেমা প্লেব্যাক), তোর ভরসাতে, ফসিলস, ফসিলস ২, মিশন এফ, রুপম অ্যান্ড বাম্পি, এপিটাফ, রূপম অন দ্য রকস, ফসিলস ৩, মহানগর @ কলকাতা, ন-হন্যতে, নিষ্ক্রমণ, এই তো আমি, ফসিলস ৪, “রূপম একাই একশ”, ইত্যাদি তাঁর সৃষ্টি। ২০১০ সালে তিনি জাতীয় পুরষ্কার লাভ করেন।
বর্তমানে বাংলা রক মিউজিকে তিনি অতি জনপ্রিয় একজন গায়ক।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment