আজকের দিন

Spread the love

রবি তেজা

জন্মঃ ২৬ই জানুয়ারি ১৯৬৮
মাসমহারাজা নামেও সুপরিচিত তিনি একজন ভারতীয় চলচ্চিত্রের অভিনেতা, যিনি তেলুগু চলচ্চিত্রে কাজ করেন। তেলুগু সিনেমার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে একজন হিসেবে বিবেচিত হন। ৬০টিরও বেশি ছবিতে তিনি অভিনয় করেন। নি কোসাম, খাদ্গাম ছবিতে এবং ২০০৮ সালে নেনিন্থে ছবির জন্য তাঁকে সেরা নায়ক হিসেবে পরিগণিত করে নন্দি পুরস্কারে ভূষিত করা হয়। তিনি তাঁর কর্মজীবন শুরু করেন কারথাভইয়াম, এবং ধাপে ধাপে আরো কিছু ছবি চৈতন্য, আজ কা গুন্ডা রাজ, আল্লারি প্রিয়ূদু এবং নিন্নে পেল্লাদাতা- তেও তিনি ছোট ছোট চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি সিন্দুরাম, ইডিয়ট, আভুনু ভাল্লিদ্দারু ঈশতা পাদ্দারু, খাদগাম, আম্মা নান্না ও তামিলা আম্মায়ি, ভেঙ্কি, না অটোগ্রাফ, ভাদ্রা, ভিক্রমারকুডু, দুবাই সেনু, কৃষ্ণা, কিক্‌ ও কিক ২, ডন সেনু, মিরাপাকায়, বালুপু, পাওয়ার এবং বেঙ্গল টাইগার ইত্যাদি ছবিতে অভিনয় করেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

==============================================================================

অশোক ওমপ্রকাশ মালহোত্র

জন্মঃ ২০ জানুয়ারি ১৯৫৭
তিনি একজন ভারতীয় ক্রিকেটার। যিনি ১৯৮২-১৯৮৬ সালের মধ্যে দেশের হয়ে ৭ টি টেস্ট ও ২০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কিছু সময়ের জন্য তিনি কোচের দায়িত্বও পালন করেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

===============================================================================

শিবলাল যাদব

জন্মঃ ২৬ জানুয়ারি ১৯৫৭
তিনি একজন ভারতীয় ক্রিকেটার। ১৯৭৯-১৯৮৭ পর্যন্ত তিনি ভারতের হয়ে ৩৫ টেস্ট ও ৭ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি ডান হাতি ব্যাটসম্যান ও ডান হাতি স্পিন বোলার।

১৯৭৯ সালে প্রথম অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেই তিনি ৭ টি উইকেট নেন। ১১৮ রানে ৮ উইকেট ছিল তাঁর সর্বশ্রেষ্ঠ সাফল্য।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*