আজকের দিন

Spread the love

“কল্পনা চাওলা” একজন বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী ছিলেন ।তাঁর স্বপ্নই ছিল মহাকাশে যাওয়ার। ২০০৩ সালে অর্থাত্‍ আজ থেকে ঠিক ১৩ বছর আগে আজকের দিনে মারা গিয়েছিলেন কল্পনা চাওলা। কল্পনার জন্ম হয়েছিল ১৯৬২ সালের ১৭ মার্চ হরিয়ানা রাজ্যের কারনালে। তার প্রথম মহাকাশ যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে ১৯ নভেম্বর। ২০০০ সালে ১০৭-জন মহাকাশযাত্রী হিসেবে নির্বাচিত হন। এই মিশন বিলম্বিত হতে থাকে এবং শেষপর্যন্ত ২০০৩-এর ১৬ জানুয়ারি তিনিই প্রথম ভারতীয় মহিলা হিসেবে মহাকাশে পাড়ি দেন। সেই বছরের ১ ফেব্রুয়ারি অবতরণের সময় কলম্বিয়া স্পেস সাটলটি পৃথিবীর বায়ু মণ্ডলে প্রবেশ করার সময় এক দুর্ঘটনার ফলে কল্পনা সহ ৭ জন ক্রু সকলেই মারা যান। ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোজদিনের তরফ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

তথ্য সংগ্রহে –  অভিজিত সাউ

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*