ভীমসেন জোশী
জন্ম ৪ ফেব্রুয়ারি ১৯২২ – মৃত্যু ২৪ জানুয়ারি ২০১১
ভারতীয় মার্গ সঙ্গীত বা হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের তিনি এক প্রবাদপ্রতিম শিল্পী। তিনি ধ্রুপদী সঙ্গীত খেয়াল গায়ক হিসাবে বেশি পরিচিত। এছাড়াও ভজন, ঠুংরি, দাদরার মতো শাস্ত্রীয় সঙ্গীতের অন্যান্য ধারায় ছিল তাঁর সহজাত।
১৯৭২-এ পদ্মশ্রী, ’৭৫-এ সঙ্গীত নাটক অ্যাকাডেমি, ’৮৫ সালে পদ্মভূষণ এবং ২০০৮ সালে ভারত সরকার তাঁকে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারত রত্নে সম্মানিত করে।তিনি হিন্দি, কন্নড়, মরাঠির মতো একাধিক ভাষার চলচ্চিত্রে গান গেয়েছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
=========================================================================
উর্মিলা মাতন্ডকর
(জন্ম: ৪ ফেব্রুয়ারি ১৯৭৪)
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি মূলত হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং মারাঠি চলচ্চিত্রে কাজ করে থাকেন। তাঁর নিজস্ব রচনাশৈলী ও নৃত্যের ব্যতিক্রমধর্মী দক্ষতার জন্য তিনি বিশেষভাবে সুপরিচিত।
রঙ্গীলা, জুদাই, সত্য, ইন্ডিয়ান, রজু, পিঞ্জর, নয়না, বাস এক পাল, আজুবা, নারসিমা, মাসুম, ইত্যাদি ছাড়াও তিনি বহু টেলিভিশন শো- এর সাথে যুক্ত।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
==============================================================================================
আসিফ আলী
জন্মঃ ৪ ফেব্রুয়ারী ১৯৮৬
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা যিনি মুলত মালায়ালাম সিনেমাতে কাজ করেছেন। ২০০৯ সালে রিতু চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রটি অসাধারণ অভিনয়ের জন্য তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন।
দে পাল পাবলিক স্কুল এবং রাজশ্রী মেমোরিয়াল স্কুল থেকে তিনি প্রথম পড়াশুনা শুরু করেন। তারপর মারিয়ান কলেজ থেকে ব্যবসা প্রশাসন থেকে তার ডিগ্রী লাভ করেন। চলচ্চিত্র শিল্পে প্রবেশ করার আগে তিনি একজন মডেল হিসেবে ও একটি প্রোগ্রামের প্রযোজক হিসেবেও কাজ করেছিলেন।
তাঁর ট্রাফিক (২০১১), সল্ট এন’ পেপ্পার (২০১১), অর্ডিনারী (২০১২) এবং হানী বি (২০১৩) ইত্যাদি ছবিগুলো বিশেষ ব্যবসায়িক সাফল্য পেয়েছে।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment