আজকের দিন

Spread the love

সুজিত কুমার

জন্মঃ ৭ ফেব্রুয়ারী ১৯৩৪
তিনি একজন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক। হিন্দি ও ভোজপুরী ছবির সাথে তিনি যুক্ত ছিলেন। প্রায় ১৫০ টির বেশি হিন্দি সিনেমা ও ২৫টি ভোজপুরী ছবিতে তিনি কাজ করেন।

অনুভব, হাভেলী, কামচোর, রাজ, খান্দান, চরস, কালাবাজ, আমির গরীব, গীত, মা অর মমতা, আরাধনা, জাল, ইত্তেফাক ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

====================================================================================

বিনোদ বিহারী মুখোপাধ্যায়

(জন্মঃ- ৭ ফেব্রুয়ারি, ১৯০৪ – মৃত্যুঃ- ১১ নভেম্বর, ১৯৮০)
তিনি ছিলেন এক খ্যাতনামা চিত্রশিল্পী এবং লেখক। কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেন। ১৯২৫ সালে কলা ভবনে তিনি শিক্ষকরূপে যোগদান করেন। ১৯৪৯ সালে নেপালের জাতীয় সংগ্রহালয়-এর কিউরেটর পদে যোগ দেন।

তাঁর লেখা বই “চিত্রকথা”, “চিত্রকর”, “আধুনিক শিল্পশিক্ষা” বিশেষ উল্লেখযোগ্য। তাঁর ছাত্র সত্যজিত রায় তাঁর ওপর “The Inner Eye” তথ্যচিত্র নির্মান করেছিলেন। ১৯৪৭ সালে পদ্মভূষণ, ১৯৭৭ সালে বিশ্বভারতী থেকে দেশিকোত্তম উপাধি এবং ১৯৮০ সালে তিনি রবীন্দ্র পুরষ্কার গ্রহন করেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*