অমৃতা সিং
জন্মঃ ৯ ফেব্রুয়ারী ১৯৫৮
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। দিল্লীর মর্ডান স্কুলে পড়তেন। ১৯৮৩ সালে বেতাব ছবির মধ্য দিয়ে তিনি তাঁর অভিনয় জগত শুরু করেন। মর্দ, সাহেব, চামেলি কি শাদী, খুদগর্জ, নাম, আয়না, রাজু বান গয়া জেন্টলম্যান, মেরা ধরম, মুলজিম, কবজা, অগ্নি, বাটওয়ারা, তুফান, জাদুগর, ধরম সঙ্কট, রঙ, দশ কাহানিয়া ইত্যাদি ছবিতে অভিনয় করেন। তিনি অভিনেতা সইফ আলী খাঁনকে বিবাহ করেছিলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
===============================================================================================
রাহুল রায়
জন্মঃ ৯ ফেব্রুয়ারী ১৯৬৮
তিনি একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক। বলিউড ও টেলিভিশনে তিনি বহু কাজ করেছেন। মহেশ ভাটের ছবিতে ১৯৯০ সালে আশিকি ছবিতে অভিনয়ের জন্য তিনি বিশেষ জনপ্রিয় হয়ে ওঠেন।
পিয়ার কা সায়া, বারিশ, জুনুন, জনম, সপনে সাজান কে, গুমরাহ, গেম,মেঘা, নসিব, আচানাক, নটি বয় ইত্যাদি ছবিতে অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
==============================================================================================
উদিতা গোস্বামী
(জন্ম ৯ ফেব্রুয়ারি ১৯৮৪)
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি তাঁর অভিনয় জীবন শুরু করেন বিভিন্ন পণ্যের মডেল হিসেবে কাজ করার মাধ্যমে যেমন পেপসি, টাইটান ঘড়ি এবং নোকিয়া তাদের মধ্যে অন্যতম। তিনি প চলচ্চিত্রে অভিষেক করেন পূজা ভাট পরিচালিত ২০০৩ সালের বলিউড সিনেমা পাপ এর মধ্য দিয়ে।
তারপর জহর, আকসার, দিল দিয়া হ্যায়, দ্য ম্যান, আগার, অ্যাপার্টমেন্ট, ইত্যাদি ছবিতে অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment