আন্নু কাপুর
জন্মঃ ২০ ফেব্রুয়ারী ১৯৫৬
তিনি একজন বলিউড অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক। তিনি এক জনপ্রিয় চরিত্র।
ইতিহাস গাওয়া হ্যায়, বড়া ধামাকা, এক সে বড় কর এক, আইডিয়া জলসা, কবির, ইত্যাদি টিভি অনুষ্ঠান।
মানডি, বেতাব, উৎসব, অর্জুন, মিঃ ইন্ডিয়া, দিলজালে, তেজাব, রাম লক্ষণ, চালবাজ, জামাইরাজা, হাম, সর্দার, ডর, গরদিশ, উড়ান, বিজেতা, কালাপানি, রেইনকোট, এইতরাজ ইত্যাদি বহু ছবিতে তিনি অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
===============================================================================================
রোহান গাভস্কার
জন্ম ২০ফেব্রুয়ারি ১৯৭৬
তিনি ভারতীয় জাতীয় ক্রিকেটার। বোলিং ও ব্যাটিংয়ে পারদর্শী তিনি। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভস্কার এর পুত্র তিনি। ঘরোয়া ক্রিকেটে তিনি বেঙ্গল প্রদেশের হয়ে খেলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
==============================================================================================
প্রিয়াংশু চট্টোপাধ্যায়
জন্মঃ ২০ ফেব্রুয়ারী ১৯৭৩
তিনি একজন চলচ্চিত্র অভিনেতা যিনি মূলত হিন্দি হলেও বাংলা ছবিতে অভিনয় করেছেন।
তুম বিন ছবিতে তিনি প্রথম অভিনয় করেন। এছাড়াও তিনি দিল কা রিস্তা, ওহ, জুলি, মাদহৌসি, ফিল্মস্টার, গুমসুদা, মনের মানুষ, ভোরের আলো ইত্যাদি ছবিতে অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment