আজকের দিন

Spread the love

সাবিত্রী চট্টোপাধ্যায়

জন্ম: ২১শে ফেব্রুয়ারী, ১৯৩৭

তিনি একজন বিখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী।
বাংলা চলচ্চিত্র জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন। মহানায়ক উত্তমকুমারের সাথে তাঁর জুটিতে অনেক সিনেমা দর্শক মহলে অত্যন্ত জনপ্রিয় হয়ে আছে। তিনি মূলত বাংলা ছবিতে অভিনয় করেছেন। ২০১৪ খ্রিষ্টাব্দে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন।
তিনি

ধন্যি মেয়ে, মাল্যদান, প্রথম প্রতিশ্রুতি, নিশিপদ্ম, কলঙ্কিত নায়ক, মঞ্জরী অপেরা, পথে হল দেখা, গৃহদাহ, কাল তুমি আলেয়া, অন্তরাল, জয়া, মোমের আলো, শেষ অঙ্ক, উত্তরায়ন, নব দিগন্ত, দুই ভাই, হাত বাড়ালেই, বন্ধু, কুহক, রাজসজ্জা, গলি থেকে রাজপথ, মরুতীর্থ হিংলাজ, ডাকহরকরা, ডাক্তারবাবু, পুনর্মিলন, দানের মর্যাদানবজন্ম, পরাধীন, রাত ভোরে, রাইকমল, গোধূলি, পরেশ, উপহার, অন্নপূর্ণার মন্দির, অনুপমা, বিধিলিপি ইত্যাদি ছবিতে অভিনয় করেন।

তাঁর জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*