আজকের দিন (১)

Spread the love

জয়ললিতা জয়রাম

জন্মঃ ২৪ ফেব্রুয়ারি, ১৯৪৮ – ৫ ডিসেম্বর, ২০১৬
তিনি তামিল নাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন।রাজনীতিতে নামার পর উপাধি পান ‘পুরাচ্চি থালাইভি’। অর্থাৎ, ‘বিপ্লবী নেতা’। রাজনীতিবিদ হিসাবেও যেমন তাঁর জনপ্রিয়তা ছিল তেমনই তিনি অভিনেত্রী হিসাবেও দর্শকের কাছে জনপ্রিয় ছিলেন।

১৯৬১ থেকে ১৯৮০ সাল পর্যন্ত ১৪০টি সিনেমায় অভিনয় করেন তিনি। প্রায় তিন মাস(৭৪দিন) চিকিৎসাধীন থাকার পর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তিনি ৫ ডিসেম্বর, ২০১৬ সালে মারা যান।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

==============================================================================================

জয় মুখার্জী

জন্মঃ ২৪ ফেব্রুয়ারী ১৯৩৯- ৯ মার্চ ২০১২
তিনি একজন চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।
লাভ ইন বোম্বে, এহসান, ইন্সপেক্টর, মুজরিম, পুরস্কার, হামসায়া, বাহু বেটি, ইশারা, জিদ্দি, উম্মিদ, লাভ ইন সিমলা ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

==============================================================================================

সামীর অঞ্জন

জন্মঃ ২৪ ফেব্রুয়ারী ১৯৫৮
তিনি একজন গীতিকার। হিন্দি ছবির প্রচুর গান তিনি লিখেছেন।

স্বর্গ, সাজান, আশিকী, সাথি, বেটা, রং, লাডলা, আনজাম, দিলওয়ালে, বারসাত, দশ, জিদ্দি, সংঘর্ষ, মন, সির্ফ তুম, ইয়ালগার, কুছ কুছ হোতা হ্যায়, শিকারী, ধড়কন, লজ্জা, আশিক, কসুর, রাজ, ইত্যাদি বহু সিনেমার গান লিখেছেন তিনি। এক অত্যন্ত জনপ্রিয় গীতিকার হিসাবে তিনি পরিচিত।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*