তালাত মাহমুদ
জন্ম: ২৪ ফেব্রুয়ারি, ১৯২৪ – মৃত্যু: ৯ মে, ১৯৯৮ মুম্বইয়ে জন্মগ্রহণকারী বিখ্যাত ভারতীয় গজল গায়ক ছিলেন। তাঁকে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা পুরুষ অ-শাস্ত্রীয় ও অর্ধ-শাস্ত্রীয় গায়করূপে বিবেচনা করা হয়ে থাকে। একজন প্লে-ব্যাক কণ্ঠশির্পী হলেও তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন।
গজল গায়ক হিসেবে তাঁর সুখ্যাতি লখনৌ ছাড়িয়ে কলকাতা পর্যন্ত পৌঁছে যেটি তাঁর গন্তব্য হয়ে যায়। তখন কলকাতায় ছিলেন বিখ্যাত গজল গায়ক ও সংগীতজ্ঞ উস্তাদ বরকত আলি খান, কে. এল. সাইগল ও এম এ রউফের মতো ব্যক্তি।
৫০-এর দশকে ভারত উপমহাদেশের জনপ্রিয় তিন পুরুষ গায়কের একজনরূপে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। বাদ-বাকীরা হচ্ছেন মোহাম্মদ রফি ও মুকেশ। তাঁরা তিনজন উপমহাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সর্বাধিক সময় জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
===============================================================================================
সঞ্জয় লীলা বনশালি
জন্ম: ২৪ ফেব্রুয়ারি, ১৯৬৩
তিনি এক ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সঙ্গীত পরিচালক। খামোশি: দ্য মিউজিকাল দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনা শুরু করেন। পরবর্তীতে তার পরিচালিত হাম দিল দে চুকে সনম (১৯৯৯), দেবদাস (২০০২), ব্ল্যাক (২০০৫), ও বাজিরাও মাস্তানি (২০১৫) ব্যবসায়িক ভাবে সফল ও সমালোচকদের প্রশংসা লাভ করে।
বনশালি চলচ্চিত্র পরিচালনা, প্রযোজনা ও চিত্রনাট্য রচনার জন্য একাধিক পুরস্কার অর্জন করেন। পারিন্দা, গুজারিশ, সাওয়ারিয়া,রামলীলা, মেরি কম, গব্বর ইস ব্যাক, পদ্মাবত ইত্যাদি ছবি তিনি পরিচালনা করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
==============================================================================================
সূর্য শেখর গাঙ্গুলী
জন্মঃ ২৪ ফেব্রুয়ারী ১৯৮৩
তিনি একজন ভারতীয় দাবাড়ু। ২০০৯ সালে এশিয়া চাম্পিয়ান ও ছয়বার ভারতসেরা হয়েছেন তিনি।
তাঁর অসাধারণ খেলার জন্য ২০০৫ সালে তাঁকে অর্জুন পুরস্কারে পুরস্কৃত করা হয়। ২০০৯ সালে তাঁকে সেরা বাঙালি সম্মানে সম্মানিত করা হয়েছিল। এছাড়াও ২০১৫ সালে তাঁকে রাজ্য সরকার বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করে।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment