আজকের দিন

Spread the love

সঞ্জীব চট্টোপাধ্যায়

জন্মঃ ২৮ ফেব্রুয়ারী ১৯৩৬
তিনি অতি জনপ্রিয় একজন বাঙালি লেখক যিনি মূলত হাস্যরসাত্মক রচনার জন্য খ্যাত। তিনি অনেক উপন্যাস, ছোটগল্প ও প্রবন্ধ রচনা করেছেন। তাঁর সবথেকে বিখ্যাত উপন্যাস লোটাকম্বল যা দেশ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল।

তিনি মেদিনীপুর জেলা স্কুল থেকে প্রাথমিক শিক্ষা এবং হুগলী কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষাগ্রহন করেন। স্কটিশ চার্চ কলেজ, কলকাতা থেকে রসায়ন বিদ্যায় অনার্স পাশ করেন তিনি। সরকারি চাকরি করেছেন বেশ কয়েক দিন। রামকৃষ্ণ মিশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন।

আহাম্মক, দীনজনে, জুতো চোর হইতে সাবধান, বুনো ওল আর বাঘা তেঁতুল, গুপ্তধনের সন্ধানে, শ্রীরামকৃষ্ণের গিরিশচন্দ্র, ফাঁস, বুদবুদ, বিকাশের বিয়ে, এর নাম সংসার, খোল কত্তাল, শ্রীরামকৃষ্ণ ও আমি, শ্বেতপাথরের টেবিল, পায়রা, সোফা-কাম-বেড, ক্যানসার, শাখা প্রশাখা, কলিকাতা আছে কলিকাতাতেই, শঙ্খচিল, অগ্নিসঙ্কেত, তৃতীয় ব্যক্তি, ভারতের শেষ ভূখণ্ড, রুকুসুকু, কলকাতার নিশাচর, লোটাকম্বল, অবশেষ, দুই মামা ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*