আজকের দিন

Spread the love

রবীন্দ্র জৈন

জন্মঃ ২৮ ফেব্রুয়ারী ১৯৪৪- ৯ অক্টোবর ২০১৫
তিনি একজন সঙ্গীত পরিচালক ও গীতিকার।
ভারতের আলিগড়ে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্র জৈন। তাঁর বাবা ছিলেন সেখানকার একজন প্রখ্যাত পণ্ডিত ইন্দ্রমণি জৈন। মা কিরণ জৈন। শৈশব থেকেই সংগীতের প্রতি তীব্র আগ্রহ ছিল জন্মান্ধ এই সংগীতকারের। সংগীত শিক্ষায় তাঁর শিক্ষক হিসেবে রবীন্দ্র জৈন পেয়েছিলেন পণ্ডিত নাথুরাম ও জনার্দন শর্মার মতো সংগীতজ্ঞকে।

রাজকাপুরের ছবির মাধ্যমেই বলিউডের ছবিতে কাজ করার প্রথম বড় সুযোগ পান রবীন্দ্র জৈন। ‘রাম তেরি গঙ্গা মইলি’ ও ‘দো জাসুস’ ছবিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করার সুযোগ মেলে তাঁর। তিনি তাঁর প্রতিভার প্রমাণও দিয়েছিলেন। ‘রাম তৈরি গঙ্গা মালি’ ছবির সংগীত পরিচালনার জন্য রবীন্দ্র জৈন পেয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কার।

বলিউডের ‘চোর মাচায়ে শোর’, গীত গাতা চল, চিতচোর’ ছবিতে সংগীতকার হিসেবে​ তিনি তাঁর প্রতিভার প্রমাণ রেখেছেন। অবশ্য কেবল একজন সুরকার হিসেবেই নয়, গীতিকার হিসেবেও বলিউডের অনেক ছবির গানের কথা লিখেছিলেন তিনি।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

===========================================================================================

কার্শন দেবজীভাই ঘাওরি

জন্মঃ ২৯ ফেব্রুয়ারী ১৯৫১
তিনি একজন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার। ১৯৭৮-১৯৮১ সাল পর্যন্ত তিনি প্রায় দেশের হয়ে তিনি প্রায় ৩৯ টি টেস্ট ম্যাচ ১৯ টি একদেশীয় ম্যাচ খেলেছেন। এছাড়াও তিনি ১৯৭৫, ১৯৭৯ সালে বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন। তিনি বাঁ-হাতি ব্যাটসম্যান ও বোলার ছিলেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*