বুদ্ধদেব ভট্টাচার্য
জন্মঃ মার্চ ১, ১৯৪৪
তিনি হলেন ভারতীয় কমিউনিস্ট নেতা এবং বর্তমানে ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী) দলের পলিটব্যুরোর সদস্য ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
১৯৭৭-৮২ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রীসভায় তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৮৭-৯৬ পর্যন্ত , তথ্য ও সংস্কৃতি বিভাগ, স্থানীয় শাসন, পৌর ও নগরোন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১৯৯১-৯৩ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পুর ও নগর উন্নয়ন বিভাগের দায়িত্বে ছিলেন। এছাড়াও বহু বিভাগের দায়িত্ব এবং ৬ নভেম্বর, ২০০০ সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ১৮মে ২০০১তে তিনি ত্রয়োদশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। এবং ১৮মে ২০০৬ তিনি চতুর্দশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment