শ্রেয়া ঘোষাল
জন্মঃ ১২ই মার্চ, ১৯৮৪
তিনি একজন ভারতীয় গায়িকা । বলিউডের বহু ছবিতে তিনি গান গেয়েছেন । হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা নেপালী, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাটি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমিয়া ভাষায় গান গেয়েছেন । তাঁর মধুর কন্ঠ তাঁকে অতি জনপ্রিয় করে তুলেছে।
জিটিভির ‘সা রে গা মা পা’ সঙ্গীত প্রতিযোগিতা জয়ের মাধ্যমে শ্রেয়া ঘোষালের ক্যারিয়ার শুরু হয় । ২০০২ সালে বলিউডের দেবদাস চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে তাঁর চলচ্চিত্রে প্লেব্যাকের অভিষেক ঘটে । এ চলচ্চিত্রের গানগুলোতে কন্ঠ দিয়েই তিনি সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আর ডি বর্মন পুরস্কার সহ নানা পুরস্কার অর্জন করেন । তিনি ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন এবং শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চারবার ফিল্মফেয়ার পুরস্কার, সাতবার ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ) পেয়েছেন ।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment