প্রকাশ রাজ
জন্মঃ ২৬ মার্চ ১৯৬৫
তিনি একজন ভারতীয় চলচ্চিত্রাভিনেতা, প্রযোজক, পরিচালক এবং টেলিভিশন উপস্থাপক যিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এবং বলিউডের কিছু চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। শুরুর দিকে তিনি যখন বেঙ্গালুরুর কালাক্ষেত্রাতে জয়েন করেন তখন একমাসে ৩০০ মঞ্চ প্রদর্শনীতে অংশ নেন এবং তাঁর রেকর্ডে ২০০০ পথ প্রদর্শনীতে অংশ নেওয়ার ইতিহাস আছে।
তিনি তেলেঙ্গানা রাজ্যের মাহবুবনগর জেলার কনড়ারেড্ডিপাল্লে গ্রামের দেখভালের দ্বায়িত্ব নিয়েছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
============================================================================================
কেদার মহাদেব যাদব
জন্ম: ২৬ মার্চ, ১৯৮৫
তিনি পুনেতে জন্মগ্রহণকারী ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। ডানহাতি ব্যাটসম্যান তিনি। এছাড়াও মাঝে-মধ্যে অফ ব্রেক বোলিং করে থাকেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে দিল্লি ডেয়ারডেভিলস ও কোচি তুস্কার্স কেরালার পক্ষে খেলার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে খেলছেন। এছাড়াও, ভারত এ এবং পশ্চিম অঞ্চল ক্রিকেট দলের পক্ষে খেলছেন তিনি। সাবেক উইকেট-রক্ষক ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি’র পাশাপাশি তাকে সেরা বিকল্প খেলা সমাপণকারীরূপে আখ্যায়িত করা হতো।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
==============================================================================================
উন্মুক্ত চাদ
জন্ম: ২৬ মার্চ ১৯৯৩
তিমি একজন ভারতীয় ক্রিকেটার। তিনি একজন ডান-হাতি ব্যাটসম্যান হিসেবে সাধারণত উদ্বোধনী ব্যাটিং করে থাকেন। ভারতীয় ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতায় তিনি দিল্লির হয়ে খেলে থাকেন এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করেন। তাঁর নেতৃত্বে ভারতীয় যুবারা ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী হয়। যেখানে তিনি অস্ট্রেলিয়ার তোবনস্বিললেতে অনুষ্ঠিত ফাইনালে ১১১ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন
তথ্য সংগ্রহে – মাসানুর রহমান
Be the first to comment