আজকের দিন

Spread the love

মুনমুন সেন

জন্মঃ ২৮ মার্চ ১৯৪৮
তিনি একজন বাঙালী ও ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, মারাঠি এবং কন্নড় ছবিতে অভিনয়ের জন্য পরিচিত। তিনি বলিউড সিনেমায় অভিনয় করেছেন। তাঁকে ৬০ টি চলচ্চিত্র এবং ৪০ টি টেলিভিশন নাটকে অভিনয় করতে দেখা যায়। তিনি ১৯৮৭ সালে সিরিভেন্নেলা সিনেমায় অভিনয়ের জন্য তিনি অন্ধ্র প্রদেশের “নন্দী সেরা সহ-অভিনেত্রী পুরস্কার” অর্জন করেছেন।

জীবন এক সংঘর্ষ, রেনু, ১০০ ডেজ, রীমা ইরাধা, বিষকন্যা, মিসেস সোনাল বিক্রম সিং, ওয়াক্‌ত কা বাদশাহ্‌, হিরের আংটি, যাক্ষী রুহ্‌, সীমা/রীমা, যাক্ষী দিল, মালা, কুচ তো হ্যায়, মেডাম সাক্সেনা, নীল নির্জনে, লাভ অ্যাট টাইম স্কোয়ার, তাজ মহলঃ এ মনুমেন্ট অব লাভ, মাই কার্মা, মিসেস মল্লিক, ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট ইত্যাদি বহু ছবিতে তিনি অভিনয় করেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

====================================================================================

অক্ষয় খান্না

জন্মঃ ২৮ মার্চ ১৯৭৫
তিনি ভারতের একজন হিন্দি চলচ্চিত্র অভিনেতা।১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিমালয়পুত্র’ দ্বারা চলচ্চিত্রের মাধ্যমে তিনি তাঁর পদচারণা শুরু করেন, তাঁর পিতা বিনোদ খান্না সত্তরের দশকের হিন্দি চলচ্চিত্রের অভিনেতা ছিলেন।

অক্ষয় খান্না মুম্বাইএর কিশোর নমিত কাপুর এ্যাক্টিং ইন্সটিটিউট তে অধ্যায়ন করে ১৯৯৭ সালে ‘হিমালয়পুত্র’ দ্বারা চলচ্চিত্র জগতে ঢোকেন তারা পিতা বিনোদের সাহায্যে। চলচ্চিত্রটিতে বিনোদ প্রযোজকও ছিলেন আবার একটি চরিত্রে অভিনয়ও করেন।

১৯৯৯ সালে তার ১৯৯৪ সালের বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই এর সঙ্গে অভিনয় করা দুটি চলচ্চিত্র মুক্তি পায়, একটি হল ‘আ আব লট চালে’ যেটিতে মহানায়ক রাজেশ খান্না অক্ষয়ের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন, আরেকটি হলো সুভাষ ঘাই পরিচালিত ‘তাল’, আ আব লট চালে মোটামুটি ব্যবসা করেছিল। আর তাল ভালো ব্যবসা করার সঙ্গে সঙ্গে খুবই দর্শকপ্রিয়তা পায়। এছাড়াও তিনি আরোও কিছু ছবিতে অভিনয় করেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

======================================================================================

নাসির হুসেন

জন্মঃ ২৮ মার্চ
তিনি একজন ক্রিকেটার। যিনি ১৯৯৯ থেকে ২০০৩ পর্যন্ত ইংল্যান্ডের ক্রিকেট টিমের হয়ে অধিনায়কের ভূমিকা পালন করেন। তিনি ডানহাতি ব্যাটসম্যান।

দেশের হয়ে তিনি ৯৬ টি টেস্ট ম্যাচ, ৮৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৯৯০, ২৪ ফেব্রুয়ারী দেশের হয়ে তিনি প্রথম টেস্ট, ১৯৮৯, ৩০ শে অক্টোবর দেশের হয়ে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

 

তথ্য সংগ্রহে – মাসানুর রহমান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*