দেবিকা রাণী চৌধুরী
জন্মঃ ৩০ মার্চ ১৯০৮ – ৯ মার্চ ১৯৯৪)
তিনি সচরাচর দেবিকা রাণী নামে পরিচিত। তিনি বিংশ শতাব্দীর ত্রিশের দশক হতে চল্লিশের দশক পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেন।
১৯২৮ সালে তার সঙ্গে ভারতীয় চলচ্চিত্র প্রযোজক হিমাংশু রায়ের পরিচয় ঘটে, যিনি তাঁকে তাঁর প্রযোজনা দলে সামিল হতে অনুরোধ করেন। ১৯২৯ খ্রিস্টাব্দে দেবিকা হিমাংশু রায়ের প্রযোজিত প্রপঞ্চ পাশ চলচ্চিত্রে পোশাক ডিজাইন এবং শিল্প নির্দেশনার কাজ করেন।
১৯৫৮ খ্রিস্টাব্দে ভারত সরকার দেবিকা রাণীকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে। ১৯৬৯ খ্রিস্টাব্দে তিনি প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। ১৯৯০ খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া তাঁকে সোভিয়েত ল্যান্ড নেহরু পুরস্কার প্রদান করে। ২০১১ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ভারতের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রক থেকে তাঁর সম্মানে একটি ডাকটিকিট চালু করে।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
=============================================================================================
পলক মুচাল
জন্মঃ ৩০ মার্চ ১৯৯২
তিনি একজন ভারতীয় নারী সঙ্গীতশিল্পী। দরিদ্র শিশুদের কল্যানার্থে পলক এবং তার ছোট ভাই পলাশ মুচাল ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মঞ্চ প্রদর্শনী অনুষ্ঠানে গান করে থাকেন।
মাত্র ৪ বছর বয়স থেকে পলক গান গাওয়া শুরু করেন। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এর উপর প্রশিক্ষণ লাভ করেন এবং প্রায় ১৭টির মত ভাষায় গান গাইতে পারেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
============================================================================================
নিথিন
জন্মঃ ৩০ মার্চ, ১৯৮৫
তিনি নিথিন কুমার রেড্ডি নামেও পরিচিত, একজন ভারতীয় চলচ্চিত্রাভিনেতা এবং প্রযোজক। তিনি তেলেগু সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন।
২০০২ সালে বক্স অফিস হিট চলচ্চিত্র জায়াম এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন নিতিন এবং ফিল্মফেয়ার সেরা নবাগত (দক্ষিণ) পুরষ্কার অর্জন। ২০০৯ সালে রাম গোপাল ভার্মা পরিচালিত অজ্ঞাত তে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। এছাড়াও তিনি বহু ছবিতে অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
তথ্য সংগ্রহে – মাসানুর রহমান
Be the first to comment