ঋত্বিক চক্রবর্তী
জন্মঃ ৩১ মার্চ ১৯৭৭
তিনি হচ্ছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতা। তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেন বাংলা থিয়েটার এ কাজ শুরুর মাধ্যমে। অনেক সংগ্রাম করে তিনি আজকের এই স্থানে আসতে পেরেছেন। তারপরে তিনি ২০০৮ সালে রুদ্রনীল ঘোষ এর সাথে ক্রস কানেকশন এ কাজ করার মাধ্যমে বড় পর্দায় আসেন। তিনি বিয়ে করেন অপরাজিতা ঘোষ দাস কে।
“মাছের ঝোল চলচ্চিত্র ২০১৭”, সাহেব বিবি গোলাম, চলচ্চিত্র সার্কাস, বিটনুন, ডাকের সাজ, নির্বাক, ভীতু, ওপেন টি বায়োস্কোপ, এবার শবর, ক্রস কানেকশন ২, আশা যাওয়ার মাঝে ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
==============================================================================================
মীরা কুমার
জন্মঃ ৩১ মার্চ, ১৯৪৫
তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ১৫তম ভারতীয় লোকসভার অধ্যক্ষ ছিলেন এবং তিনি ভারতের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নেত্রী। তিনি পাঁচবার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। এছাড়া তিনি মনমোহন সিং সরকারের (২০০৪-২০০৯) সোস্যাল জাস্টিস অ্যান্ট এমপাওয়ারমেন্ট মন্ত্রনালয়ের কেবিনেট মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
৪ জুন ২০০৯-এ, মীরা কুমার সর্বসম্মতিক্রমে প্রথম নারী এবং ১৫তম লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment