আল্লু অর্জুন
জন্মঃ ৮ এপ্রিল ১৯৮২
তিনি ভারতীয় তেলেগু ভাষী চলচ্চিত্রের একজন শক্তিমান অভিনেতা। পারাগু ও ভিদাম ছবিতে অভিনয়ের জন্য তিনি দুইটি ফিল্মফেয়ার সেরা তেলেগু অভিনেতা পুরষ্কার এবং আরিয়া ও পারাগু এর জন্য দুইটি নন্দী বিশেষ জ্যুরি পুরষ্কার পেয়েছেন। তিনি গান্ত্রোত্রী চলচ্চিত্রে অভিনয় করে সিনেমা এ্যাওয়ার্ডের সেরা নবাগত পুরষ্কার জিতে নেন। বর্তমানে তিনি জয় আলুক্কাস, কোলগেট, লট মোবাইলস এবং সেভেন আপের পণ্য দূত। কেরালাতে তিনি ভক্তদের কাছে নিজেকে মাল্লু অর্জুন নামে পরিচয় দেন।
তার প্রজন্মের সেই একমাত্র তেলেগু অভিনেতা যে প্রতিবেশী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করে পুরষ্কার লাভ করে। ২০১৬ সালে আল্লু অর্জুন সব থেকে বেশী গুগলে অনুসন্ধানকৃত টলিউড তারকা।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
=====================================================================
অমিত ত্রিবেদী
জন্মঃ ৮ এপ্রিল, ১৯৭৯
তিনি একজন ভারতীয় সঙ্গিত পরিচালক, গায়ক। হিন্দি ছবি আমির- এ তিনি প্রথম সঙ্গীত পরিচালনা করেন। এছাড়াও তিনি দেব-ডি, ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য ন্যাশানাল ফিল্ম অ্যাওয়ার্ড জেতেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment