আজকের দিন – ২

Spread the love

হ্যারী মরগান

জন্মঃ ১০ এপ্রিল ১৯১৫- ৭ ডিসেম্বর ২০১১
তিনি ছিলেন একজন আমেরিকান চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক। তিনি প্রায় ১০০ র ও বেশি ছবিতে অভিনয় করেছেন।

টু দ্য সোরস অফ ত্রপলি ছবিতে তিনি তাঁর আসল নাম হেনরি মরগ্যান নামেই প্রথম অভিনয় জগতে পা রাখেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

————————————————-

স্টিভেন ফ্রেডরিক সেগাল

জন্মঃ ১০ এপ্রিল ১৯৫২
তিনি আমেরিকার এক বিখ্যাত অভিনেতা, প্রযোজক, স্ক্রীন রাইটার, বাদ্য যন্ত্র শিল্পী।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

—————————————————-

টেরেন্স লুইস

সমকালীন সময়ে তিনি এক জনপ্রিয় নৃত্যশিল্পী, নৃত্যপরিচালক ও কোডিওগ্রাফার। তিনি ডান্স ইন্ডিয়া ডান্সের ১.২.৩ বিচারক হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও বলিউডের বহু ছবিতে তিনি তাঁর অসাধারন নৃত্যের কোডিওগ্রাফি দেখিয়েছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*