রাখালদাস বন্দ্যোপাধ্যায়
১২ এপ্রিল, ১৮৮৫ – মে ২৩, ১৯৩০
তিনি ভারতবর্ষের একজন বিশিষ্ট ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ। তিনি আর.ডি ব্যানার্জি নামে অধিক পরিচিত। ১৯১১ সালে তিনি ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণে যোগ দেন। ১৯২২ সালে তিনি হরপ্পা সংস্কৃতির প্রধান কেন্দ্র মহেঞ্জোদাড়ো পুনরাবিষ্কার করেন। ১৯২৬ সালে তিনি অবসরগ্রহণ করেন।
মহেঞ্জোদারো সভ্যতার সুপ্রাচীন ধংসাবশেষ আবিষ্কার তার শ্রেষ্ঠ কীর্তি। কুষান সম্রাট কণিষ্ক সম্পর্কে তিনি যে সব তথ্য আবিষ্কার করেন তা প্রামান্য বলে বিবেচিত হয়েছে।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
সফদার হাশমি
জন্মঃ ১২ এপ্রিল ১৯৫৪- ২ জানুয়ারি ১৯৮৯
তিনি ছিলেন একজন প্রখ্যাত নাট্যশিল্পী ও ভারতীয় রাজনীতিবিদ। ১৯৭৫ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম. এ. পাশ করেন হাশমি। তিনি সিপিআই (এম)-এর রাজনীতির সাথে জড়িত ছিলেন। সিপিআই (এম)-এর ট্রেড ইউনিয়ন সংগঠন ‘সিটু’র পক্ষে তিনি কাজ করতেন। মৃত্যুকালে তিনি ভারতীয় জন নাট্য মঞ্চ বা জনমের আহ্বায়ক ছিলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
বিজয় নামবিয়ার
জন্মঃ ১২ এপ্রিল ১৯৭৯
তিনি একজন বলিউডের চলচ্চিত্র পরিচালক ও স্ক্রীন রাইটার।
সোলো, ওয়াজির, পিজ্জা, ডেভিড, শয়তান ইত্যাদি ছবি তিনি পরিচালনা করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
কেদার শর্মা
জন্মঃ ১২ এপ্রিল ১৯১০- ২৯ এপ্রিল ১৯৯৯
তিনি ছিলেন হিন্দি সিনেমার এক জনপ্রিয় পরিচালক, প্রযোজক।
কাজল, চিত্রলেখা, ফরিয়াদ, জোগান, গুনাহ, নীলকমল, সুহাগরাত, মমতাজ মহল, গৌরী, আওলাদ, জিন্দেগী, দেবদাস, পূজারিন, ইনকিলাব ইত্যাদি ছবি তিনি পরিচালনা করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
Be the first to comment