আজকের দিন

Spread the love

ববিতা শিবদাসানী

জন্ম: ২০ এপ্রিল, ১৯৪৮
তিনি একজন বলিউডের অভিনেত্রী। ১৯৬৬ থেকে ১৯৭৩ পর্যন্ত তিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় ছিলেন। ১৯টি চলচ্চিত্রে তিনি নায়িকার ভূমিকায় অংশ নিয়েছিলেন।

ভবিষ্যতের স্বামী রণধীর কাপুরের সাথে কাল আজ অউর কাল চলচ্চিত্রে নায়িকার ভূমিকায় অবতীর্ণ হন তিনি। ভবিষ্যতের কাকা শ্বশুর শশী কাপুরের সাথে ১৯৬৮ সালে হাসিনা মান জায়েগী, জীতেন্দ্রের সাথে ফর্জ ও বিশ্বজিতের সাথে কিসমতের ন্যায় ব্যবসায়িক সফল চলচ্চিত্রগুলোয় অভিনয় করেন। তিনি করিশ্মা ও করিনা কাপুরের মা।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

মমতা কুলকার্নি

জন্ম: ২০ এপ্রিল, ১৯৭২
তিনি একজন বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। আশিক আওয়ারা (১৯৯৩), ওয়াক্ত হামারা হ্যায় (১৯৯৩), ক্রান্তিবীর (১৯৯৪), করণ অর্জুন (১৯৯৫), সাবছে বাড়া খিলাড়ি (১৯৯৫), বাজি (১৯৯৬), চায়না গেট (১৯৯৮), বেকাবু (১৯৯৫), এবং ছুপা রুস্তম: এ মিউজিক্যাল থ্রিলার (২০০১) ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছেন। ১৯৯৩ সালের আশিক আওয়ারা চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের সুবাদে তিনি ১৯৯৪ ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী পুরস্কার লাভ করেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

কামাল হোসেন

জন্মঃ ২০ এপ্রিল, ১৯৩৭
তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা। সচরাচর তাঁকে “ডঃ কামাল হোসেন” হিসাবে উল্লেখ করা হয়। তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম। ১৯৭১-এ তিনি আগরতলা সীমান্ত পার হয়ে ভারতে গেলেও মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের পরিবর্তে পাকিস্তান গমন করেন এবং সেখানে আইন ব্যবসায় শুরু করেন। কয়েক মাস পর পাকিস্তান সরকার তাঁকে গ্রেপ্তার করে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর ১৯৭২-এর ৮ই জানুয়ারি শেখ মুজিবের সঙ্গে তাঁকেও মুক্তি দেয়া হয়।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

নারা চন্দ্রবাবু নাইডু

জন্মঃ ২০ এপ্রিল, ১৯৫০
তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ, ২০১৪ সালে পর্যন্ত তিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বর্তমানে তেলেগু দেশম পার্টির সভাপতি।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

 

তথ্য সংগ্রহে – মাসানুর রহমান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*