ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ (লেনিন)
জন্মঃ ২২ এপ্রিল ১৮৭০ – জানুয়ারি ২১, ১৯২৪
তিনি একজন মার্কসবাদী রুশ (সোভিয়েত ইউনিয়ন) বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ। লেনিন অক্টোবর এবং মহান নভেম্বর বিপ্লবে বলশেভিক দের প্রধান নেতা ছিলেন। তিনি সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপ্রধান।এছাড়াও মার্ক্সবাদ-লেনিনবাদ তত্ত্বের প্রবক্তা হিসেবেও তিনি বিশ্বের রাজনৈতিক ইতিহাসে পরিচিত। লেনিন আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
রাশিয়ান স্যোশাল ডেমোক্র্যাটিক লেবার পার্টি গঠনের সময় ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন ছদ্মনাম গ্রহণ করেন। সাইবেরিয়ার লেনা নদীর নামানুসারে তিনি নিজের নাম রাখেন লেনিন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধা।
চেতন ভগত
জন্ম: এপ্রিল ২২ , ১৯৭৪
তিনি একজন ভারতীয় ঔপন্যাসিক, নিবন্ধকার, বক্তা ও চিত্ৰনাট্যকার। তাঁর লেখা বেস্টসেলার বইয়ের মধ্যে রয়েছে ফাইভ পয়েন্ট সামওয়ান (২০০৪), ওয়ান নাইট @ এ কল সেন্টার (২০০৫), দ্য থ্রি মিস্টেকস্ অব মাই লাইফ (২০০৮), টু স্টেটস্ঃদ্য স্টোরি অব মাই ম্যারেজ (২০০৯), রেভুল্যুশন ২০২০ (২০১১), এবং হাফ গার্লফ্রেন্ড (২০১৪)। এ বইগুলোর কারনে সারাবিশ্বের পাঠকদের কাছে তুমুল জনপ্রিয়তা পান তিনি।
এর মধ্যে চারটি উপন্যাস অবলম্বনে বলিউডে নির্মিত হয় সিনেমা (সিনেমাগুলো হচ্ছে “থ্রি ইডিয়টস, কাই পো চে এবং টু স্টেটস্)। ২০০৮ সালে দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ভারতের ইতিহাসে চেতন ভগত ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের লেখক। টাইম ম্যাগাজিনের বিশ্বের শ্রেষ্ঠ ১০০ ক্ষমতাধর লোকেদের তালিকায় যুক্ত হয়েছে চেতন ভগতের নাম।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন
কানন দেবী
জন্মঃ ২২ এপ্রিল ১৯১৬ – জুলাই ১৭, ১৯৯২
তিনি কানন বালা নামেও পরিচিত।
তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী এবং গায়িকা। যিনি ভারতীয় চলচ্চিত্রে নায়িকাদের মধ্যে প্রথম গায়িকা এবং বাংলা চলচ্চিত্রের প্রথম তারকা হিসেবে স্বীকৃত। সাধারণত দ্রুত লয়ে তার গান গাওয়ার ধরণ নিউ থিয়েটার, কলকাতার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
১৯২৬ সালে জয়তিশ বন্দোপাধ্যায়ের জয়দেবে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে কানন দেবীর অভিনয়ের শুরু হয়। ১৯৩৭ সাল থেকে ১৯৪৪ সাল পর্যন্ত কানন দেবীর জন্য সবচেয়ে বেশি খ্যাতির সময় ছিল। ১৯৪৮ সালে তিনি শ্রীমতি পিকচার্স গড়ে তোলেন যার বেশির ভাগ ছবিই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
ঊষা কিরণ
জন্মঃ ২২ এপ্রিল ১৯২৯- ৯ মার্চ ২০০০
তিনি একজন চলচ্চিত্র অভিনেত্রী। তিনি হিন্দি ও মারাঠী ছবিতে অভিনয় করেছেন। তিনি ৫০ টিরও বেশি মারাঠি ছবিতে অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
Be the first to comment