অন্নপূর্ণা দেবী
জন্ম: ২৩ এপ্রিল ১৯২৭
তিনি একজন স্বনামধন্য সুরবাহার শিল্পী এবং উত্তর ভারতীয় সনাতনী শাস্ত্রীয় সঙ্গীতের গুরু। তাঁর আসল নাম রওশন আরা বেগম। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল ওস্তাদ আলাউদ্দীন খানের কন্যা এবং পন্ডিত রবি শঙ্করের প্রাক্তন স্ত্রী। পিতার কাছ থেকে দীক্ষা নিয়ে রওশন তার পিতার যোগ্য কন্যা হয়ে ওঠেন এবং ভারতীয় কিংবদন্তী সঙ্গীত শিল্পী হয়ে ওঠেন। তিনি মুম্বাইতে ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীত শিক্ষা দিয়েছেন অনেক দিন। তাঁর শিশ্যদের মধ্যে হরিপ্রসাদ চৌরসিয়া,নিখিল বন্দ্যোপাধ্যায়,আমিত ভট্টাচার্য,প্রদীপ বারত সহ অনেকে সুপ্রতিষ্ঠিত।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
মনোজ বাজপেয়ী
জন্মঃ ২৩শে এপ্রিল ১৯৬৯
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা যিনি প্রধানত কাজ করেন হিন্দি চলচ্চিত্রে এবং সাথে তেলুগু ও তামিল চলচ্চিত্রে। দুবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ও তিনবার ফিল্মফেয়ার পুরষ্কার লাভ করেন তিনি। তাঁর ছোট বোন পুনম দুবে হলেন চলচ্চিত্র শিল্পের একজন ফ্যাশন ডিজাইনার।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
এস.জানকি
জন্মঃ ২৩ এপ্রিল, ১৯৩৮
তিনি একজন বিখ্যাত সঙ্গীতশিল্পী। অন্ধ্রপ্রদেশের এক বিখ্যাত গায়িকা।তিনি ১৭ টা ভাষায় তিনি প্রায় ৪৮০০০ গান রেকর্ড করেছেন। জাপানি ও জার্মান ভাষাতেও তিনি গান গেয়েছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
দেব প্যাটেল
জন্মঃ ২৩ এপ্রিল, ১৯৯০
তিনি একজন অভিনেতা। তিনি ইংরেজি ছবিতে অভিনয় করেন।
দ্য ওয়েডিং গেস্ট, লায়ন, ওনলি ইয়েসটার ডে, অ্যাবাউট চেরি, স্লামডগ মিলিয়েনার ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment