অরিজিৎ সিং
জন্মঃ ২৫ এপ্রিল ১৯৮৭
তিনি হলেন একজন ভারতীয় প্লেব্যাক গায়ক। ২০০৫ সালে তিনি ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন। তিনি হিন্দির পাশাপাশি বাংলা গানেও সমান জনপ্রিয়। কলকাতার ছবিতে তাঁর বহু হিট গান রয়েছে। তিনি সংগীত প্রোগ্রামার হিসেবে সংগীতের জগতে তার যাত্রা শুরু করেন।
আশিকি ২ ছবিতে তুম হি হো গানটি গাওয়ার জন্য তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেন। এই গানটি তাঁকে তারকাখ্যাতি এনে দেয়। গানটির জন্য তিনি ৫৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এ সেরা পুরুষ গায়কের পুরস্কার অর্জন করেন। ২০১৪ সালে তিনি জিৎ গাঙ্গুলীর সাথে একত্র হোন এবং মুসকুরানে গানটি গান। এই গানের জন্য সে বছর তিনি সবচেয়ে বেশি নমিনেশন পান। ২০১৬ সালে তিনি সুরাজ ডুবা হ্যায় গানের জন্য ও ২০১৭ সালে এ দিল হ্যায় মুশকিল গানের জন্য সে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এভাবে ধীরে ধীরে তিনি সংগীত জগতে নিজের এক আলাদা অবস্থান নিশ্চিত করেন। বর্তমানে তিনি ভারতবর্ষের অন্যতম সেরা এক গায়ক। যার গান নতুন প্রজন্মের পাশাপাশি পুরাতন মানুষজনেদেরও বিশেষ প্রিয় হয়ে উঠেছে।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
আই, এম, বিজয়ন
জন্মঃ ২৫ এপ্রিল, ১৯৬৯
তিনি একজন ভারতীয় পেশাগত ফুটবলার। তিনি স্ট্রাইকার হিসাবে খেলেন এবং বাইচুং ভূটিয়ার সাথে যুগলবন্দীতে তিনি দেশের হয়ে ফুটবল টিমে খেলেছেন।
২০০৩ সালে তাঁকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
মল্লিকা কাপুর
জন্মঃ ২৫ এপ্রিল, ১৯৮৫
তিনি একজন চলচ্চিত্র অভিনেত্রী। যিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র মূলত মালায়ালাম, তামিল, কানাডার পাশাপাশি তেলেগু ও হিন্দি ছবিতেও অভিনয় করেছেন।
অ্যান্টনি ইয়ার, জ্যাক এন্ড জিল, মাদাম্বি, স্টেট রাওডি, হুসার, গান, সাভি সাভি নেনাপু ইত্যাদি বহু ছবিতে অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment