আজকের দিন

Spread the love

আশীষ নেহরা

জন্ম: ২৯ এপ্রিল, ১৯৭৯
তিনি ভারতের দিল্লিতে জন্মগ্রহণকারী বিশিষ্ট ক্রিকেটার। ১৯৯৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গণে ভারত ক্রিকেট দলে টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও টুয়েন্টি২০ আন্তর্জাতিকে প্রতিনিধিত্ব করছেন। তিনি মূলতঃ বামহাতি ফাস্ট বোলার।

১৯৯৭-৯৮তে নিজ শহর দিল্লির হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেন। গোড়ালির আঘাত থেকে মুক্ত হয়ে ২০০৭-০৮তে দিল্লি রঞ্জি ট্রফি দলে খেলেন। এরপর তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে অংশ নেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

অ্যান্ড্রু রাসেল

জন্মঃ ২৯ এপ্রিল, ১৯৮৮
তিনি জামাইকার এক ক্রিকেটার। তিনি ওয়েস্ট ইন্ডিসে দেশের হয়ে ক্রিকেট খেলেন। এবং ডোমেস্টিক ক্রিকেটে তিনি জামাইকাতে খেলেন।

২০১২-১৩ আই পি এলে তিনি দিল্লীর হয়ে খেলেন এবং বর্তমানে তিনি কলকাতা নাইট রাইডার্সের অতি ভরসামান এক ক্রিকেটার।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

রাজা রবি বর্মা

জন্মঃ ২৯ এপ্রিল ১৮৪৮—২ অক্টোবর ১৯০৬
তিনি একজন বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ছিলেন। ভারতীয় ইতিহাসের নানাক্ষেত্রে বিচরণের জন্য তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে গণ্য করা হয়। ভারতীয় ইতিহাস ধরে রেখে তিনি ইউরোপিয়ান ধাঁচে চিত্র এঁকে ভারতীয় চিত্রশিল্প জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন।

এছাড়াও তিনি লিথোগ্রাফিতে অনেক দক্ষ ছিলেন। যা তাকে আরো বেশি সুপরিচিত করে তোলে। তার চিত্রশিল্প থেকে পরে অনেকেই আকৃষ্ট এবং অনুপ্রাণিত হয়েছিলেন। এছাড়া হিন্দু দেব-দেবী এবং পুরানের উপর তাঁর সৃষ্টিকর্মগুলো তাঁকে আরো বেশি বিখ্যাত করে তোলে।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

ওস্তাদ আল্লারাখা

জন্ম:২৯ এপ্রিল ১৯১৯- ৩ ফেব্রুয়ারী ২০০০
তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় তবলা বাদক। তিনি বিখ্যাত তবলা বাদক ওস্তাদ জাকির হুসেইন এর বাবা।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*